চোট পেয়ে বিশ্বকাপের আগে ছিটকে গেলেন ইংল্যান্ডের এই তারকা পেসার



<p style="text-align: justify;"><strong>সিডনি:</strong> বিশ্বকাপ খেলা যে কোনও খেলোয়াড়ের কাছে স্বপ্ন থাকে। আর তা যদি হয় প্রথম বিশ্বকাপ তখন তো আলাদা উত্তেজনা কাজ করে। ইংল্যান্ডের টি-টোয়েন্টি দলের এই সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ বোলার রিস টোপলের কাছেও এই টি-টোয়েন্টি বিশ্বকাপ ছিল নিজেকে প্রমাণ করার। কিন্তু তার আগেই ছিটকে গেলেন তিনি। গোড়ালির চোট পেয়ে বিশ্বকাপ খেলার আশা শেষ হয়ে গেল এই পেসারের। তাঁর বদলে রিজার্ভে থাকা টাইমাল মাইলসকে দলে অন্তর্ভূক্ত করা হয়েছে।&nbsp;</p>
<p style="text-align: justify;">জোফ্রা আর্চার ছিটকে যাওয়ার পর রিস টোপলে ধীরে ধীরে ইংল্যান্ডের টি-টোয়েন্টি স্কোয়াডের সদস্য হয়ে উঠেছিলেন। চলতি বছর এই ফর্ম্যাটে ১৬ উইকেটও তুলে নিয়েছিলেন। বিশ্বকাপ খেলার জন্য অস্ট্রেলিয়া পাড়ি দেওয়া টোপলে ফিল্ডিংয়ের অনুশীলন করছিলেন। সেই সময় আচমকাই তাঁর গোড়ালি মচকে যায়। লিগামেন্ট ছিড়ে গিয়েছে। ফলে টি-টোয়েন্টি বিশ্বকাপে দেশের হয়ে আর মাঠে নামা হবে না তাঁর। উল্লেখ্য, আগামী শনিবার পারথে আফগানিস্তানের বিরুদ্ধে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করছেন বাটলার বাহিনী।</p>
<p><strong>মাঠের বাইরে ভারত-পাক লড়াই শুরু</strong></p>
<div class="section uk-padding-small uk-flex uk-flex-center uk-flex-middle">
<div class="uk-text-center">
<div id="div-gpt-ad-6601185-5" class="ad-slot" data-google-query-id="CO3YheLX7PoCFUEiKwod_mYC_Q">
<div id="google_ads_iframe_/2599136/ABP_WEB/abp_web_as_inarticle_1x1_0__container__">টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে পরস্পর মুখোমুখি হতে চলেছে ভারত-পাকিস্তান। কিন্তু তার আগে আরও একবার দ্বন্দ্ব লেগে গেল ২ দেশের ক্রিকেট বোর্ডের। মুম্বইয়ে এশিয়ান ক্রিকেট কাউন্সিলের বৈঠকে কাউন্সিলের চেয়ারম্যান ও বিসিসিআই সচিব জয় শাহ ঘোষণা করে দেন যে আগামী বছর পাকিস্তানের মাটিতে এশিয়া কাপ খেলতে যাবে না ভারতীয় ক্রিকেট দল। এমনকী তিনি এমনও বলেন যে পাকিস্তানে নয়, এশিয়া কাপ আয়োজিত করা হবে। আর এরপপরই পাকিস্তান ক্রিকেট বোর্ডের তরফেও হুঁশিয়ারি দিয়ে দেওয়া হয়েছে। তাদের তরফে বলা হয়েছে যে যদি <a title="এশিয়া কাপ" href="https://bengali.abplive.com/topic/asia-cup-2022" data-type="interlinkingkeywords">এশিয়া কাপ</a>&nbsp;খেলতে পাকিস্তানে না আসে টিম ইন্ডিয়া, তবে তারাও ওয়ান ডে বিশ্বকাপ খেলতে ভারতে আসবে না। এমনকী এশিয়া ক্রিকেট কাউন্সিলের সদস্যপদও ছাড়তে রাজি তারা।</div>
<div>&nbsp;</div>
<div>আগামী রবিবার পাকিস্তানের বিরুদ্ধে নিজেদের টি-টোয়েন্টি বিশ্বকাপ অভিযান শুরু করতে চলেছে ভারতীয় দল। গত বছরই আমিরশাহিতে পাকিস্তানের বিরুদ্ধেই বিশ্বকাপের অভিযান শুরু করেছিল ভারত। সেবার বিরাট কোহলির দলকে ১০ উইকেটে হেলায় হারিয়ে দেয় বাবর আজমের দল। এবার রোহিত শর্মার নেতৃত্বে খেলতে নামবে টিম ইন্ডিয়া। আর সেই ম্যাচে অংশ নেওয়ার জন্য আগামীকাল বৃহস্পতিবারই মেলবোর্ন উড়ে যাচ্ছে রোহিত বাহিনী। মেলবোর্নে গিয়ে কিছুটা প্রস্তুতি সারার সময় পাবেন বিরাটরা। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে মেলবোর্নেও বৃষ্টির সম্ভাবনা রয়েছে।</div>
</div>
</div>
</div>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: