চিনে করোনা আতঙ্কের মধ্যেই দেশজুড়ে করোনা-আক্রান্তর সংখ্যা কমল অনেকটা !



নয়াদিল্লি: করোনা ভাইরাসের নতুন ভ্যারিয়েন্ট BF.7-এর সংক্রমণে কাঁপছে চিন। ভারতে এখনও পর্যন্ত চার জনের শরীরে নতুন এই ভ্যারিয়েন্ট মিলেছে। তবে বিশেষজ্ঞদের দাবি, চিনে BF.7-এর সংক্রমণ যতটা ভয়াবহ হয়েছে, ভারতে তা ততটা ভয়ঙ্কর হবে না। এরই মধ্যে আশা জাগিয়ে, গত ২৪ ঘণ্টায় দেশজুড়ে করোনায় আক্রান্তর সংখ্যা কমল ১০ শতাংশের বেশি।

  • গত ২৪ ঘণ্টায় দেশে ১৯৬ জনের করোনা আক্রান্ত হওয়ার খবর
  • রবিবার একদিনে করোনা আক্রান্ত হওয়ার সংখ্যা ছিল ২২
  • গত একদিনে করোনা থেকে সুস্থ হয়েছেন ১৯০ জন
  • দেশে সব মিলিয়ে করোনা-মুক্ত হয়েছেন ৪ কোটি ৪১ লক্ষের বেশি
  • দেশে করোনা থেকে সুস্থতার হার ৯৮.৮ শতাংশ

    কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী ডা. মনসুখ মাণ্ডব্য সোমবার ভারতীয় মেডিকেল অ্যাসোসিয়েশনের ( IMA ) র সঙ্গে কোভিড-১৯ পরিস্থিতি এবং প্রস্তুতি নিয়ে ভিডিও কনফারেন্সের মাধ্যমে একটি বৈঠক করবেন। 

    এরই মধ্যে অস্বস্তির খবর, আগ্রার তাজমহলে সম্প্রতি চিন থেকে ফিরে আসা এক ব্যক্তির শরীরে রবিবার  COVID-19-এর অস্তিত্ব পাওয়া গিয়েছে। তবে তা কোন স্ট্রেন জানা যায়নি এখনও। নমুনাটি জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য নমুনাটি লখনউতে পাঠানো হয়েছে। ওই ব্যক্তি কার কার সংস্পর্শে এসেছেন, তা খতিয়ে দেখা হচ্ছে । আগরা বিমানবন্দর, রেল স্টেশন ও বাস স্টেশনগুলিতে কোভিড পরীক্ষা জোরদার । সমস্ত পর্যটকপ্রিয় স্থানগুলিতে বিশেষ নজর বিদেশিদের দিকে। 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: