চার্লস-সাক্ষাৎ সেরেই শক্ত হাতে রাশ ধরলেন ঋষি, পদত্যাগের নির্দেশ একাধিক মন্ত্রী-আমলাকে


লন্ডন: প্রথম ভারতীয় বংশোদ্ভূত প্রধানমন্ত্রী (Britain Prime Minister) হয়ে নজির গড়েছেন আগেই। সেই রেশ বজায় রেখেই এ বার শক্ত হাতে প্রশাসনের দায়িত্ব হাতে নিলেন ব্রিটেনের নব নিযুক্ত প্রধানমন্ত্রী ঋষি সুনক (Rishi Sunak)। সদ্য প্রাক্তন প্রধানমন্ত্রী লিজ ট্রাসের ৪৫ দিনের সরকারে যাঁরা মন্ত্রী-আমলা ছিলেন, তাঁদের মধ্যে একঝাঁক লোকজনের কাছ থেকে তিনি পদত্যাগপত্র চাইলেন। ব্রিটিশ সংবাদমাধ্যম সূত্রে এমনই খবর সামনে এল। 

ব্রিটেনের প্রধানমন্ত্রী নিযুক্ত হলেন ঋষি সুনক

সোমবার ব্রিটেনের প্রধানমন্ত্রী নির্বাচিত হন ঋষি। এর পর মঙ্গলবার বাকিংহাম প্যালেসে ডাক পড়ে তাঁর। রাজা চার্লস তাঁর সঙ্গে একান্ত সাক্ষাৎ করেন এবং  দেশের প্রধানমন্ত্রী হিসেবে তাঁকে নিযুক্ত করেন। রাজা চার্লসের সঙ্গে সেই সাক্ষাতের এক ঘণ্টার মধ্যেই আগের স্বল্পমেয়াদি সরকারের একঝাঁক মন্ত্রী-আমলাকে ঋষি পদত্যাগের নির্দেশ দিয়েছেন বলে জানা গিয়েছে।। 

ব্রিটেনের সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, এখনও পর্যন্ত যাদের কাছ থেকে পদত্যাগ চাওয়া হয়েছে, তাঁদের মধ্যে অন্যতম হলেন, বিচারবিভাগীয় সচিব ব্র্যান্ডব লুইস, বাণিজ্য সচিব জেকব রিজ-মোগ, এবং উন্নয়ন মন্ত্রী ভিকি ফোর্ড। তবে লিজ সরকারের অর্থমন্ত্রী জেরেমি হান্টকে ঋষি বহাল রাখবেন বলে সূত্রের খবর। কারণ ঋষিকে প্রধানমন্ত্রীর করায় রবিবারই প্রকাশ্যে সওয়াল করেছিলেন জেরেমি। 

আরও পড়ুন: Rishi Sunak New UK PM: ঔপনিবেশিক ইতিহাসের ক্ষতে প্রলেপ! ঋষি সুনকের হাতে ব্রিটেনের শাসনভার, পৌরহিত্যে রাজা চার্লস

এ দিকে, রাজা চার্লসের সঙ্গে দেখা করে বেরিয়ে মঙ্গলবার দেশের প্রধানমন্ত্রী হিসেবে প্রথম বার ব্রিটেনবাসীর উদ্দেশে ভাষণ দেন ঋষি। তাতে দ্রুত অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় নিয়ে আসার প্রতিশ্রুতি দেন তিনি। পূর্বতন প্রধানমন্ত্রীদের ব্যর্থতা কাটিয়ে, ঢিলেমি সরিয়ে, সরকারি রীতিনীতিতে প্রতিযোগিতার পরিবেশ ফিরিয়ে আনবেন বলে জানান। 

শুধু তাই নয়, ন্যাশনাল হেল্থকেয়ার সিস্টেম-এর আওতায় ব্রিটেনের স্বাস্থঅয় পরিষেবার পরিকাঠামোকে আরও মজবুত করে তোলার প্রতিশ্রুতিও দিয়েছেন ঋষি। দেশে উন্নততর স্কুল, নিরাপদ রাস্তা, অত্যাধুনিক সামরিক বাহিনী এবং কর্মসংস্থানের ব্য়বস্থাও করবেন বলে জানিয়েছন। ঋষির সাফ কথা, “সব স্তরে সকলের অন্তর্ভুক্তি, পেশাদারিত্ব এবং দায়িত্ববোধের উপর জোর দেওয়া হবে।”

ব্রিটেনের অর্থনীতিকে স্থিতিশীল অবস্থায় আনার প্রতিশ্রুতি ঋষির

ব্রিটেনের ইতিহাসে বিগত ২০০ বছরে ঋষিই দেশের কনিষ্ঠতম প্রধানমন্ত্রী। এই প্রথম ভারতীয় বংশোদ্ভূত কেউ সে দেশের প্রধানমন্ত্রী হলেন যেমন, তেমনই হিন্দু ধর্মাবলম্বী প্রথম প্রধানমন্ত্রীও ঋষি। ঋষির হাত ধরে এই নিয়ে চলতি বছরেই তৃতীয় প্রধানমন্ত্রী পেল ব্রিটেন। মাত্র ৪৯ দিনের মাথায় পদত্যাগ করেন লিজ ট্রাস। তার পরই ঋষি প্রধানমন্ত্রী নির্বাচিত হলেন।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: