গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে ২ বিভাগে মনোনয়ন পেল ‘আর আর আর’


নয়াদিল্লি: বিশ্বজুড়ে স্বীকৃতি প্রাপ্তি অব্যাহত ‘আর আর আর’ (RRR) ছবির। হলিউডের নামী পুরস্কার বিতরণী অনুষ্ঠানে মনোনয়ন পেল এই ছবি। তাও একটি নয়, দুটি ক্যাটেগরিতে। এস এস রাজামৌলির (SS Rajamouli) এই ম্যাগনাম ওপাস (magnum opus) এবার জায়গা করে নিল ‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’-এর (Golden Globe Awards) মনোনয়ন তালিকায়।

গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসে মনোনয়ন পেল ‘আর আর আর’

রাজামৌলি পরিচালিত ও রাম চরণ, জুনিয়র এনটিআর অভিনীত এই পিরিয়ড ড্রামা গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের ‘বেস্ট নন-ইংলিশ ল্যাঙ্গুয়েজ ফিল্ম’ (Best Non-English Language Film) ও নাটু নাটু গানের জন্য ‘বেস্ট অরিজিন্যাল সং’ (Best Original Song for Naatu Naatu) বিভাগে মনোনীত হল। জানুয়ারি মাসে অনুষ্ঠিত হবে এই ইভেন্ট।

দুই রিয়েল-লাইফ হিরো কোমারাম ভীম ও অল্লুরি সীতারামা রাজুর জীবনের ওপর ভিত্তি করে তৈরি ছবি ‘আর আর আর’ এখন বিশ্বজয় করে চলেছে। আন্তর্জাতিক দর্শকদের মন মাতিয়ে রেখেছে এই ছবি। রাজুর চরিত্রে রাম চরণ ও ভীমের চরিত্রে জুনিয়র এনটিআর তো দর্শকদের মন জয় করেইছেন, সেই সঙ্গে আলিয়া ভট্ট, অজয় দেবগণ ও শ্রিয়া শরণের উপস্থিতিও মানুষকে কাছে টেনেছে। রয়েছেন ব্রিটিশ অভিনেতা রে স্টিভেনসন ও অ্যালিসন ডুডি। 

News Reels

‘আর আর আর’ হল একমাত্র ভারতীয় ছবি যেটি ভারত থেকে অন্যান্য এন্ট্রির মধ্যে চূড়ান্ত পাঁচে জায়গা করে নিয়েছে, যার মধ্যে ‘গঙ্গুবাই কাথিয়াওয়াড়ি’, ‘কান্তারা’ এবং ‘চেলো শো’ আছে।

 


‘চেলো শো’ এবারের অস্কারে ভারত থেকে অফিসিয়াল এন্ট্রি, অন্যদিকে ‘আর আর আর’ স্বাধীনভাবে একাধিক বিভাগে নিজেদের নাম নথিভুক্ত করেছে। 

‘গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠিত হবে লস অ্যাঞ্জেলসে, স্থানীয় তারিখ ১০ জানুয়ারি (ভারতীয় সময় অনুযায়ী ১১ জানুয়ারি ভোরবেলা) এবং অনুষ্ঠান সঞ্চালনার দায়িত্বে রয়েছেন কমেডিয়ান জেরাড কামাইকেল। 

আরও পড়ুন: Urfi Javed: লিখিত অভিযোগ দায়ের আইনজীবীর, আইনি জটে উরফি জাভেদ





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: