গিল, পূজারার দুরন্ত শতরান, বাংলাদেশের জন্য ৫১৩ রানের লক্ষ্য স্থির করল ভারত



চট্টগ্রাম: বাংলাদেশের বিরুদ্ধে প্রথম টেস্টে (IND vs BAN 1st Test) বেশ মজবুত জায়গায় ভারতীয় দল। বাংলাদেশকে ম্য়াচ জিততে ৫১৩ রানের বিশাল লক্ষ্য দিল টিম ইন্ডিয়া। ভারতের হয়ে দ্বিতীয় ইনিংসে দুরন্ত শতরান করলেন চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। নিজের কেরিয়ারের প্রথম টেস্ট শতরান হাঁকালেন শুভমন গিলও (Shubman Gill)। এই দুই তারকার ব্যাটে ভর করেই ভারত দুই উইকেটের বিনিময়ে দ্বিতীয় ইনিংসে ২৫৮ রান তুলে বাংলাদেশের সামনে এই বিশাল লক্ষ্য দিল।

দ্বিতীয় দিনের শেষে বাংলাদেশ আট উইকেটের বিনিময়ে ১৩৩ রান তুলেছিল। তৃতীয় দিনের শুরুতে ১৫০ রানেই শেষ হয়ে গেল বাংলাদেশের ইনিংস। বল হাতে পাঁচ উইকেট নেন কুলদীপ যাদব। তিন উইকেট নেন মহম্মদ সিরাজ। উমেশ যাদব ও অক্ষর পটেল একটি করে উইকেট নেন।  বাংলাদেশের হয়ে মুশফিকুর রহিমই সর্বাধিক ২৮ রান করেন। দ্বিতীয় ইনিংস ব্যাট করতে নেমে ভারতীয় দলের দুই ওপেনার কেএল রাহুল ও গিল শুরুটা বেশ ভালভাবেই করেন। ওপেনিংয়ে টিম ইন্ডিয়া ৭০ রান যোগ করেন।

জোড়া শতরান

তবে কেএল রাহুল শুরুটা ভাল করলেও ব্যক্তিগত ২৩ রানেই সাজঘরে ফেরেন। রাহুল সাজঘরে ফিরলে ইনিংসের হাল ধরেন গিল ও পূজারা। প্রথম ইনিংসে পূজারা অল্পের জন্য শতরান হাতছাড়া করেছিলেন। ৯০ রান করেছিলেন তিনি। তবে অবশেষে এই ইনিংসে নিজের দীর্ঘ শতরানের খরা কাটাতে সক্ষম হলেন পূজারা। ৫১ ইনিংস পর আসল শতরান। শুরুটা পূজারাচিত ভঙ্গিমায় করলেও, ইনিংস যত এগোয়, ততই আগ্রাসী শট খেলতে থাকেন তিনি। ১৩০ বলে ১০২ রানে অপরাজিত থাকেন পূজারা।

এবাদতের চোট

অপরদিকে নিজের কেরিয়ারের প্রথম শতরান হাঁকান গিলও। সাম্প্রতিক সময়ে ওয়ান ডে ক্রিকেটে দুরন্ত ফর্মে থাকা গিল শতরান করলেও, লাল বলের ক্রিকেটে তাঁর শতরান অধরা ছিল। সেই অপেক্ষার অবসান ঘটল। ১১০ রানের দৃষ্টিনন্দন এক ইনিংস খেলেন গিল। ১৯ রানে বিরাট কোহলি অপরাজিত থাকেন। ভারত দুই উইকেটের বিনিময়ে ২৫৮ রানেই নিজেদের ইনিংস ঘোষণা করে দেয়। বাংলাদেশের হয়ে খলিল আমেদ ও মেহেদি হাসান মিরাজ একটি করে উইকেট নেন। প্রথম ইনিংসে প্রভাবিত করা ইবাদত হোসেন চোটের কারণে এই ইনিংসে বাংলাদেশের হয়ে বলই করতে পারেননি, যা দলকে বেশ সমস্যায় ফেলে দেয়। 

আরও পড়ুন: দায়িত্ব ছাড়লেন কেন উইলিয়ামসন, কে হলেন নতুন কিউয়ি অধিনায়ক?



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: