‘খুন হয়েছিলেন সুশান্ত’! বিস্ফোরক দাবি কুপার হাসপাতালের মর্গের কর্মীর



Sushant Singh Rajput: বলিউড অভিনেতা সুশান্ত সিং রাজপুতের (Sushant Singh Rajput Death) মৃত্যু নিয়ে ফের শুরু হয়েছে শোরগোল। সম্প্রতি মুম্বইয়ের কুপার হাসপাতালের (Cooper Hospital) মর্গের কর্মী রূপকুমার শাহ দাবি করেছেন, ‘খুন হয়েছিলেন সুশান্ত সিং রাজপুত’। প্রসঙ্গত উল্লেখ্য, মুম্বইয়ের এই কুপার হাসপাতালেই ময়নাতদন্ত হয়েছিল সুশান্তের। জানা গিয়েছে, সংবাদসংস্থা এএনআই- কে এই বিস্ফোরক তথ্য দিয়েছেন এই হাসপাতালের মর্গের কর্মী। মুম্বইয়ের পশ্চিম অন্ধেরির বিজেপি বিধায়ক একটি ভিডিও শেয়ার করেছেন ট্যুইটারে। সেখানে দেখা গিয়েছে কুপার হাসপাতালের মর্গের কর্মী রূপকুমার শাহ অভিনেতার মৃত্যু প্রসঙ্গে এই বিস্ফোরক দাবি করেছেন। সেই ভিডিও এখন ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়।

 

রূপকুমার শাহের দাবি, ‘আমি যখন সুশান্ত সিং রাজপুতের মৃতদেহ দেখেছিলাম, তখন মনে হয়নি এটা আত্মহত্যার ঘটনা। শরীরে আঘাতের চিহ্ন ছিল। আমি আমার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছিলাম। তিনি বলেছিলেন এ নিয়ে পরে আলোচনা করা হবে।’ এছাড়াও তাঁর দাবি, তিনি অভিযোগ জানিয়েছিলেন যে সুশান্ত সিং রাজপুতকে খুন করা হয়েছে। তিনি আরও বলেছেন, ‘ময়নাতদন্তের রিপোর্টে কী লেখা হবে সেটা চিকিৎসকের কাজ। সুশান্ত সিং রাজপুতের ন্যায় পাওয়া উচিত। যে কেউ অভিনেতার ছবি দেখে বলে দিতে পারবেন যে তাঁকে খুব করা হয়েছে। যদি তদন্তকারী সংস্থা আমায় যোগাযোগ করে তাহলে আমিও তাই-ই বলব’। 

 

২০২০ সালের ১৪ জুন, বলিউডের তরুণ অভিনেতার আকস্মিক মৃত্যুতে স্তব্ধ হয়ে গিয়েছিল গোটা দেশ। ৩৪ বছরের অভিনেতার এ হেন অকালপ্রয়াণ মেনে নিতে পারেননি কেউই। ঘটনার তদন্তের সঙ্গে সঙ্গে শুরু হয়েছিল জলঘোলাও। ময়নাতদন্তের রিপোর্টে অবশ্য বলা হয়েছিল সুশান্ত আত্মহত্যাই করেছেন। কিন্তু মানতে চায়নি অভিনেতার পরিবার। খুনের অভিযোগ এনেছিলেন তাঁরা। #JusticeForSSR- প্রতিবাদে গর্জে উঠেছিল সারা দেশ। সোশ্যাল মিডিয়ায় নেটিজেনরা শুরু করেছিলেন আন্দোলন। তার রেশ ছিল অনেক মাস পর্যন্ত। প্রাথমিক ভাবে অভিনেতার রহস্যমৃত্যুর তদন্ত শুরু করেছিল মুম্বই পুলিশ। তারপর তদন্তভার দেওয়া হয় ইডি (এনফোর্সমেন্ট ডিরেক্টরেট) এবং এনসিবি (নারকোটিক্স কন্ট্রোল ব্যুরো)- র হাতে। সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর ঘটনার সঙ্গে জড়িয়ে গিয়েছিল বিভিন্ন মাদক চক্রের নামও। এমনকি গ্রেফতারও হয়েছিলেন অভিনেতার বিশেষ বান্ধবী রিয়া চক্রবর্তী ও তাঁর ভাই। পরে অবশ্য দু’জনেই ছাড়া পান। 

সুশান্ত সিং রাজপুতের মৃত্যুর প্রায় আড়াই বছর পর মুম্বইয়ের কুপার হাসপাতালের মর্গের কর্মী রূপকুমার শাহের বিস্ফোরক অভিযোগে নতুন করে শুরু হয়েছে চাপানউতোর। 

আরও পড়ুন- সুশান্ত সিংহের মৃত্যু প্রসঙ্গে বিস্ফোরক দাবি আমির খানের ভাইয়ের





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: