ক্যানসারকে হারিয়েছেন স্ত্রী, কঠিন সময় পেরনোর অভিজ্ঞতা শেয়ার অনুপম খেরের


মুম্বই: এই মুহূর্তে সুরজ বরজাতিয়ার ছবি ‘উঁচাই’-এর প্রচারের কাজে ব্যস্ত রয়েছেন অনুপম খের (Anupam Kher)। এই ছবিতে বন্ধুত্বের গল্প দেখানো হয়েছে। অনেক প্রতিকূল পরিস্থিতি পেরিয়ে যাওয়ার গল্প দেখানো হবে এই ছবিতে। বলিউডের দাপুটে অভিনেতা অনুপম খেরের ব্যক্তিগত জীবনেও কম ঝড় ঝাপটা যায়নি। তাঁর স্ত্রী বলিউড অভিনেত্রী কিরণ খের (Kirran Kher) ক্যানসারে আক্রান্ত হন। যদিও তিনি ক্যানসারকে হারিয়ে সুস্থ ও স্বাভাবিক জীবনে ফিরে এসেছেন। এটাই অনুপম খেরের জীবনে সবথেকে বড় স্বস্ত্বির। এমনটাই জানালেন অভিনেতা। তার সঙ্গে জানালেন, তাঁর স্ত্রী একজন লড়াকু মানুষ।

স্ত্রীর অসুস্থতা নিয়ে অকপট অনুপম খের-

২০২১ সালে বলিউড অভিনেত্রী কিরণ খেরের ক্যানসার ধরা পড়ে। একাধিক সময়ে নানা সাক্ষাতকারে ক্যানসারে আক্রান্ত হওয়ার সময়ে তাঁর শারীরিক অবস্থা থেকে এই মারণ রোগের সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা তুলে ধরেছেন। কিরণ খেরের মনের জোরের কাছে পরাজিত হয়েছে ক্যানসার। চিকিতসা এবং চিকিতসকদের পরামর্শ মেনে তিনি ক্যানসার জয়ী হয়ে ফের কাজে যোগ দিয়েছেন। সম্প্রতি এক সাক্ষাতকারে অনুপম খের বলেন, ‘এটা আমার কাছে একটা বড় স্বস্ত্বির বিষয়। টাচউড। ও (কিরণ খের) আবার কাজ শুরু করেছে। যেকোনও শক্তির থেকে বেশি শক্তিশালী মানুষের মনের জোর। হাল ছেড়ে দেওয়া আজকের দিনে কোনও বিকল্প রাস্তা হতেই পারে না। আজকেই দেখুন না একজন আমাকে মেসেজ করে বলল যে, তার স্ত্রী অসুস্থ। তাকে মনের জোর দেওয়ার জন্য কিরণের ভয়েস মেসেজ পাঠাতে। এগুলোই শক্তি যুগিয়ে যায়।’

আরও পড়ুন – Arati Roy Death: মাকে হারালেন দেবশ্রী রায়

Reels

কিরণ খেরের ফের কাজে যোগ দেওয়ার প্রসঙ্গে অনুপম খের বলেন, ‘আমি প্রথমে খুবই চিন্তায় ছিলাম। সব সময় চিন্তা হত। কিন্তু আজকের দিনে চিকিতসা বিজ্ঞান এতটাই উন্নত হয়েছে যে, তা সমস্ত বাধা পেরিয়ে যেতে পারে। আর সবথেকে বড় বিষয় হচ্ছে, হাসপাতালে ও চিকিতসকদের যে টিমটাকে পেয়েছিল, তারা সত্যিই অসাধারণ।’

প্রসঙ্গত, এক সাক্ষাতকারে কিরণ খের নিজে বলেন, ‘এটাই জীবন। আমাদের সমস্ত কিছুর সঙ্গেই চলতে হবে। পালিয়ে যাওয়ার কোনও রাস্তা নেই। প্রতিকূল পরিবেশের মুখোমুখি হয়ে তাকে হারানোর থেকে আলাদা কোনও রাস্তা নেই। তারপরও কেউ সুস্থ হন কেউ হন না। আমার ক্ষেত্রেই ডাক্তাররা জানতেন না কীকরে আর কীভাবে এই অসুখ হল। চিকিতসা বিজ্ঞানের কাছেও সবসময় সঠিক উত্তর থাকে না। কিন্তু তারপরও আমাকে তো মেনে নিতেই হয়েছিল।’



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: