‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’র প্রথম কোটিপতি, মহারাষ্ট্রের গৃহবধূ কবিতা চাওলা


নয়াদিল্লি: মহারাষ্ট্রের কোলহাপুরের (Kolhapur) এক গৃহবধূ, কবিতা চাওলা, জিতলেন কোটি টাকা (1 Crore Rupees)। অমিতাভ বচ্চন (Amitabh Bachchan) সঞ্চালিত ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর (Kaun Banega Crorepati 14) প্রথম ‘কোটিপতি’ হলেন কবিতা চাওলা (Kavita Chawla)।

কোলহাপুরের গৃহবধূ জিতলেন কোটি টাকা

জনপ্রিয় ক্যুইজ রিয়েলিটি শো ‘কৌন বনেগা ক্রোড়পতি’এর চতুর্দশ মরসুমের প্রথম কোটিপতি হলেন মহারাষ্ট্রের গৃহবধূ। ৪৫ বছরের কবিতা জানান কীভাবে নিজের পড়াশোনা শেষ করেন, যদিও দশম শ্রেণির পর বাবা তাঁকে পড়ানোর জন্য প্রস্তুত ছিলেন না। কবিতা বিয়ে হয়ে যাওয়ার আগে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়াশোনা শেষ করতে পেরেছিলেন কারণ তাঁর শিক্ষক পাশে ছিলেন। 

একে তো ক্যুইজ শো, তার ওপর সঞ্চালকের আসনে খোদ বিগ বি। কীভাবে তৈরি করেছিলেন নিজেকে? কবিতা বলেন, ‘আমি আমার ছেলে বিবেককে বাড়িতেই পড়াতাম। কেজি থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত পড়িয়েছি। সেই সঙ্গেই আমি এই অনুষ্ঠানের প্রস্তুতি নিতাম কারণ আমি প্রথম থেকেই কেবিসি-তে আসার স্বপ্ন দেখতাম।’

তিনি আরও বলেন, ‘যখন আমি ছেলেকে পড়াতাম তখন আমিও পড়ে নিতাম ওর সঙ্গে কারণ ওই জ্ঞান ভবিষ্যতে কাজে লাগবে জানতাম। যখনই বাড়ির কাজ সেরে ফাঁকা পেতাম আমি কারেন্ট অ্যাফেয়ার্স ঘেঁটে দেখতাম, আপডেটেড থাকতাম। সাধারণ জ্ঞান ঝালিয়ে নিতাম।’

যদিও এই ক্যুইজের জন্য তৈরি হওয়া একেবারেই সহজ ছিল না। তিনি বলেন, ‘একজন গৃহবধূর কাছে পড়াশুনো মাল্টিটাস্কিংয়ের সমান, তারওপর আমার সন্তান ও শ্বশুর-শাশুড়ি ছিলেন যাদের দেখাশোনা করতে হত। সবটা সামলাতে গিয়ে আমি টাইম ম্যানেজমেন্ট শিখে গেছি। যেমন বাইরে ঘুরে এতটুকু সময় আমি নষ্ট করতাম না।’

অবশেষে স্বপ্নপূরণ! আর স্বপ্নের সেই হটসিটে পৌঁছতে তাঁর সময় লেগেছে ঠিক ২১ বছর ১০ মাস। অনেক সময়, শো নির্মাতাদের থেকে ফোন এসেছে এরকম মজা করতেন তাঁর ছেলেও। তিনি বলেন, ‘রেজিস্ট্রেশন থেকে হটসিট পর্যন্ত সফরটা মোটেই সহজ নয় এবং খুবই দীর্ঘ। অনেক সময়েই আমি রেজিস্টার করতাম এবং ডাক পেতাম না। তারপর হয়তো প্রথম ফোনটা পেলেও পরে ডাকা হত না। অডিশনে সুযোগ পেলেও ইন্টারভিউয়ের ডাক পেতাম না। ছোট ছোট স্টেপ ফেলে এখানে পৌঁছতে ভালই সময় লেগেছে।’

 


আর এখন স্বপ্নপূরণের পর কীরকম লাগছে? ‘ঐশ্বরিক ব্যপার! স্যরকে দেখে আমি অভিভূত। তাঁর সঙ্গে দেখা করার সবচেয়ে সুন্দর অংশটি ছিল আমাদের কথোপকথন এবং সবচেয়ে গৌরবময় অংশ ছিল যখন তিনি হটসিটের জন্য আমার নাম ঘোষণা করেছিলেন এবং যখন আমি ১ কোটি টাকা জিতলাম।’

আরও পড়ুন: Vikram Vedha: নাচের স্টেপে ফের মোহিত করলেন হৃত্বিক রোশন, প্রকাশ্যে নতুন গান ‘অ্যালকোহলিয়া’

১ কোটি টাকা জিতে এখন কী পরিকল্পনা তাঁর? পুরো টাকাটাই তিনি ছেলের ভবিষ্যতের জন্য ব্যবহার করতে চান। তিনি চান ছেলে আরও পড়াশোনা করুক। বড় হয়ে সে দেশের নাম উজ্জ্বল করুক, এটাই মা চান। আর নিজের জন্য? ‘আমি ভারত ঘুরে দেখে তাঁর সৌন্দর্য উপভোগ করতে চাই।’

সোনি এন্টারটেনমেন্ট টেলিভিশনের ‘কৌন বনেগা ক্রোড়পতি ১৪’-এর হটসিটে কবিতা চাওলাকে দেখা যাবে ১৯ ও ২০ সেপ্টেম্বর।





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: