কোভিড বাড়ছে! টিকা দরকার? কী জানালেন বিশেষজ্ঞরা?


নয়াদিল্লি: কোভিড (Covid) নিয়ে বাড়ছে উদ্বেগ। বর্ষশেষের উৎসবের মরশুমে দেশে কোভিড (Covid) সংক্রমণ বাড়তে দেখা গিয়েছে কয়েকদিন ধরেই। তা নিয়ে কেন্দ্রের তরফে নির্দেশিকাও দেওয়া হয়েছিল রাজ্যগুলির স্বাস্থ্য দফতর এবং কেন্দ্রশাসিত অঞ্চলগুলির প্রশাসনকে। এবার ভারতে (India) নতুন কোভিড-আশঙ্কা নিয়ে মুখ খুললেন INSACOG-এর প্রধান ড. এনকে অরোরা। তাঁর মন্তব্যে উঠে এল কোভিড টিকা (Covid Vaccine) সংক্রান্ত বিষয়।

টিকা নিয়ে কী বললেন তিনি?
ভারতের কোভিড প্যানেল INSACOG-এর প্রধান চিকিৎসক এনকে অরোরা জানিয়েছেন, JN.1 সাব ভ্যারিয়েন্টের প্রাদুর্ভাবের কারণে এখনই টিকা নিয়ে চিন্তার কারণ নেই। এই কোভিড সাব ভ্যারিয়েন্ট থেকে বাঁচার জন্য কোনও অতিরিক্ত টিকার প্রয়োজন নেই বলে জানিয়েছেন তিনি।

ANI-কে দেওয়া একটি সাক্ষাৎকারে এনকে অরোরা জানিয়েছেন, ‘যাঁদের বয়স ৬০ বছর বা তারও বেশি তাঁদের কোভিড থেকে বাঁচার জন্য সাবধানতা নেওয়া উচিত। যাঁদের কোমর্বিডিটি রয়েছে, যাঁরা এমন ওষুধ নেন যার জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় তাঁদের সাবধানী পদক্ষেপ নেওয়া উচিত। এমন ব্যক্তিরা যদি এখনও কোনও সতর্কতামূলক পদক্ষেপ না নেন, তাহলে তাঁরা অবশ্যই সেটা নিন, এখনই কোনও টিকার প্রয়োজন নেই।’ 

 

INSACOG প্রধান জানিয়েছেন, ওমিক্রনের একাধিক সাব-ভ্যারিয়েন্টের খোঁজ পাওয়া গিয়েছে। যদিও তার কোনওটিরই ক্ষতি করার ক্ষমতাবৃদ্ধি হয়নি। 

ইদানিং বিশ্বের নানা দেশে কোভিডের JN.1 সাবভ্য়ারিয়েন্টের দাপট দেখা গিয়েছে। ভারতেও খোঁজ মিলেছে। আগেভাগে সতর্ক হওয়ার জন্য পজিটিভ হওয়ার পরে জিনোম সিকোয়েন্সিং করার নির্দেশিকা দেওয়া হয়েছে কেন্দ্রের তরফে। ANI-কে দেওয়া সাক্ষাৎকারে INSACOG প্রধান এনকে অরোরা বলেছেন, ‘উপসর্গ এতটাই একরকম যে JN.1 আক্রান্তদের ওমিক্রনের অন্য সাবভ্যারিয়েন্ট থেকে আলাদা করা কঠিন। জ্বর, সর্দি, নাক বন্ধ হয়ে যাওয়া, কাশি- সবই একরকম। কখনও ডায়রিয়া হতে পারে, শরীরে ব্যথা হতে পারে। সাধারণত ২-৫ দিনের মধ্যে কমেও যায়।’ 

আরও পড়ুন: ‘সম্ভব হলে আমাকে ক্ষমা করে দিও’, ‘অ্যানিম্যাল’ ছবিতে পরিণীতিকে বাদ দেওয়া প্রসঙ্গে মুখ খুললেন সন্দীপ রেড্ডি ভাঙ্গা

 

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: