কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, সামনে এল সূচক, তালিকায় রয়েছে ভারতও


নয়াদিল্লি: বিগত কয়েক বছর ধরেই ওঠানামা চলছিল। শক্তিশালী পাসপোর্টের নিরিখে ভারত দুই ধাপ এগোল এ বছর (World Best Passports 2023)। বিশ্বের কোন দেশের পাসপোর্ট সবচেয়ে শক্তিশালী, সেই তালিকায় ২০২৩-এ দুই ধাপ এগোল ভারতের পাসপোর্ট। ২০২৩-এ ভারতের শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত ৮৫তম স্থান পেল। আগের বছর ভারতের পাসপোর্ট ৮৭তম স্থানে ছিল (Indian Passport)। 

শক্তিশালী পাসপোর্টের তালিকায় ভারত ৮৫তম স্থানে

২০২৩-এর শক্তিশালী পাসপোর্টের তালিকা প্রকাশ করেছে হেনেলি পাসপোর্ট ইনডেক্স। তাতে শীর্ষ স্থান জখল করেছে জাপান। এই নিয়ে পর পর পাঁচ বছর শীর্ষ স্থান দখল করল জাপানের পাসপোর্ট। জাপানের পাসপোর্ট নিয়ে বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৯৩ দেশে ভিসা ছাড়াি যাত্রা করা যায় বলে জানা গিয়েছে।

তবে শীর্ষ স্থান দখলের অর্থ এই নয় যে, জাপানের পাসপোর্টের ব্যবহার সার্বিক। ২০২১-এর শেষ পর্যন্ত জাপানের পাসপোর্ট ব্যবহারকারীর সংখ্যা ছিল ২ কোটি ৪০ লক্ষ। সে দেশের বিদেশ মন্ত্রকই এই পরিসংখ্যান প্রকাশ করে। বরং ২০২০-র তুলনায় জাপানের পাসপোর্ট ব্যবহারকারীর সংখ্যা কমে যায় প্রায় ৩০ লক্ষ। অর্থাৎ জাপানের মোট জনসংখ্যার ২০ শতাংশের কাছেই নিজের দেশের পাসপোর্ট রয়েছে। 

তালিকায় দ্বিতীয় স্থানে যুগ্ম ভাবে রয়েছে সিঙ্গাপুর এবং দক্ষিণ কোরিয়া। তৃতীয় স্থানে রয়েছে জার্মানি, এবং স্পেন, যুগ্ম ভাবেই। চতুর্থ স্থানে রয়েছে ফিনল্যান্ড, ইতালি এবং লাক্সেমবার্গ। পঞ্চম স্থানে রয়েছে অস্ট্রিয়া, ডেনমার্ক, হল্যান্ড এবং সুইডেন।

আরও পড়ুন: US Flight Delays: খাঁ খাঁ করছে আকাশ, স্তব্ধ বিমান বন্দরগুলি, উড়ান বিভ্রাটে বেনজির পরিস্থিতি আমেরিকায়

আমেরিকার পাসপোর্ট নিয়ে বিশ্বের ১৮৬টি দেশে ভিসা ছাড়াই যাত্রা করা যায়। সুইৎজারল্যান্ড, নিউজিল্যান্ড, নরওয়ের ক্ষেত্রেও তা-ই। চিন এবং বলিভিয়ার পাসপোর্ট নিয়ে বিশ্বের ৮০টি দেশে পাসপোর্ট ছাড়া যাত্রা করা যায় সেই তুলনায় রাশিয়ার পাসপোর্ট  বেশি শক্তিশালী। বিশ্বের ১১৮টি দেশে ভিসা ছাড়া যাত্রা করা যায়। অফগানিস্তানের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া মাত্র ২৭টি দেশে যাওয়া যায়। তালিকায় পাকিস্তান রয়েছে ১০৬তম স্থানে। তাদের পাসপোর্ট নিয়ে ভিসা ছাড়া যাওয়া যায় ৩২টি দেশে।

লন্ডনের অভিবাসন সংক্রান্ত পরামর্শদাতা সংস্থা হেনেলি অ্যান্ড পার্টনার্স এই সূচক প্রকাশ করেছে। বিশ্বের ১৯৯টি দেশের পাসপোর্টে ২২৭টি গন্তব্যে আকাশপথে যাত্রার হিসেবের নিরিখে এই পরিসংখ্যান প্রকাশ করা হয়েছে। তবে তাদের সূচকের এই পদ্ধতির চেয়ে আর্টন ক্যাপিটালের সূচক আলাদা। সেই নিরিখে সংযুক্ত আরব আমিরশাহি তালিকার শীর্ষে।

ভারতের পাসপোর্ট নিয়ে বিশ্বের ৫৯টি দেশে ভিসা ছাড়া যাত্রা করা যায় বর্তমানে

ভারতের পাসপোর্ট নিয়ে বিশ্বের ৫৯টি দেশে ভিসা ছাড়া যাত্রা করা যায় বর্তমানে। আগে ৬০ দেশে যাওয়া যেত। আগের বছর ৮৭তম স্থানে ছিল ভারত। তার আগের বছর ছিল ৯০তম স্থানে। এ বার দুই ধাপ উঠল ভারত। মরিসাস এবং উজবেকিস্তানের পাসপোর্টের ক্ষমতাও ভারতের সমান।

ভুটান, কম্বোডিয়া, ইন্দোনেশিয়া, ম্যাকাও মলদ্বীপ, নেপাল শ্রীলঙ্কা, তাইল্যান্ড, কেনিয়া, মরিসাস, সেশেলস, জিম্বাবোয়ে, কাতারের মতো দেশে ভিসা ছাড়া অথবা পৌঁছে ভিসা গ্রহণ করে যাওয়া যায় ভারতের পাসপোর্ট নিয়ে।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: