কেরিয়ারের সেরা ব়্যাঙ্কিং অক্ষরের, ১৯ ধাপ এগােলেন কুলদীপ



<p><strong>দুবাই:</strong> আগামীকাল থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। তার আগেই আইসিসি ক্রমতালিকায় অনেকটাই উন্নতি করলেন অক্ষর পটেল ও কুলদীপ যাদব। ২ জনেই চট্টগ্রামে প্রথম টেস্টে খেলেছেন। ২ জনেই দুর্দান্ত পারফর্ম করেছেন। যার পুরস্কারও পেলেন তাঁরা। অক্ষর পটেল টেস্টে বোলারদের ক্রমতালিকায় ২০ ধাপ এগিয়ে এসে ১৮ নম্বরে উঠে এলেন। অন্যদিকে ১৯ ধাপ এগিয়ে তালিকায় ৪৯ নম্বরে উঠে এলেন কুলদীপ যাদবও।</p>
<p>চট্টগ্রাম টেস্টে মোট ১১৩ রান দিয়ে ৮ উইকেট তুলে নিয়েছিলেন কুলদীপ। ম্যাচের সেরাও নির্বাচিত হয়েছিলেন তিনি। এই মুহূর্তে তাঁর ঝুলিতে রয়েছে ৪৫৫ রেটিং পয়েন্ট। অক্ষর পটেল পাঁচ উইকেট নিয়েছিলেন। তিনি ৬৫০ পয়েন্ট নিয়ে তালিকায় ১৮ নম্বরে রয়েছেন। সিরিজে না খেললেও প্রথম দশে রয়েছেন যশপ্রীত বুমরা। তিনি ৪ নম্বরে রয়েছেন। রবিচন্দ্রন অশ্বিন পঞ্চম স্থান অধিকার করেছেন।&nbsp;</p>
<p>উল্লেখ্য, দ্রুততম ভারতীয় হিসেবে টেস্টে ৫০ উইকেট দখল করার সুযোগ থাকছে অক্ষর পটেলের সামনে। গত বছর চেন্নাইয়ে ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অভিষেক হয়েছিল অক্ষরের। এখনও পর্যন্ত ৭টি টেস্টে খেলেছেন অক্ষর। মাত্র ১৩ গড়ে এখনও পর্যন্ত ৪৪ উইকেট তুলে নিয়েছেন গুজরাতের এই অলরাউন্ডার। এখনও পর্যন্ত রবিচন্দ্রন অশ্বিন রয়েছেন তালিকায় শীর্ষে। ৯ ম্যাচ খেলে ৫০ উইকেট ঝুলিতে পুরে নিয়েছিলেন তিনি।</p>
<div class="ev-meter-content">
<p>ব্যাটিং ডিপার্টমেন্টে চেতেশ্বর পূজারা ১০ ধাপ এগিয়ে তালিকায় ১৬ নম্বরে উঠে এসেছেন। অন্য়দিকে শুভমন গিলও দশ ধাপ এগিয়ে ৫৪ নম্বরে উঠে এসেছেন। প্রথম টেস্টে&nbsp; প্রথম ইনিংসে ৯০ ও দ্বিতীয় ইনিংসে ১০২ রানের ইনিংস খেলেছিলেন পূজারা। তাঁর ঝুলিতে রয়েছে এই মুহূর্তে ৬৬৪ পয়েন্ট।</p>
<p><strong>ব্র্যাডম্যানকে পিছনে ফেলার হাতছানি</strong></p>
<p>বাংলাদেশের বিরুদ্ধে দ্বিতীয় টেস্টে আর মাত্র ১৩ রান করলেই ব্র্যাডম্যানকে পিছনে ফেলে দেবেন পূজারা। ভারতীয় তারকা এখনও পর্যন্ত ৯৭টি টেস্টে ৪৪.৭৬ গড়ে মোট ৬৯৮৪ রান করেছেন। ব্র্যাডম্যান সেখানে ৫২ টেস্টে ৯৯.৯৪ গড়ে ৬৯৯৬ রান করেছিলেন। পূজারা ১৩ রান করলেই ব্র্যাডম্যানের মোট টেস্ট রানসংখ্যা পার র করে ফেলবেন। প্রসঙ্গত, লাল বলের ক্রিকেটে পূজারা টিম ইন্ডিয়ার হয়ে অষ্টম সর্বাধিক রান করেছেন। তালিকার শীর্ষে অবশ্যই সচিন তেন্ডুলকর।</p>
<p>আগামী ২২ তারিখ থেকে শুরু হতে চলেছে ভারত-বাংলাদেশ দ্বিতীয় টেস্ট। প্রথম টেস্টে জয়ের পর দ্বিতীয় টেস্টেও জিতে ক্লিন স্যুইপ করতে মরিয়া টিম ইন্ডিয়া। অন্যদিকে সিরিজে সমতা ফেরাতে মরিয়া শাকিব আল হাসানের দল। ঢাকা টেস্টে ২ দলের কাছেই সুযোগ থাকছে বেশ কিছু রেকর্ড গড়ার।</p>
<p>&nbsp;</p>
</div>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: