কেমন থাকবে মেদিনীপুরের আবহাওয়া? আরও পারদপতন?


পূর্ব ও পশ্চিম মেদিনীপুর: আজ বৃহস্পতিবার রোদ উঠবে আকাশে। সকাল থেকেই সূর্যের দেখা মিলবে। ঠান্ডা অনুভূত হবে। জেলায় এদিন বৃষ্টির পূর্বাভাস নেই। এদিন রাতের আকাশে আবছা ভাব থাকবে। আজ, পূর্ব মেদিনীপুরে সকালের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে উঠতে পারে। এ দিন রাতে তাপমাত্রা থাকতে পারে ১৩ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এ দিন অনুভূত তাপমাত্রা বা real feel সর্বোচ্চ ২৭ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত উঠতে পারে। এদিন UV Index-৪ এর আশেপাশে থাকছে। বৃহস্পতিবার  জেলায় হাওয়ার গতিবেগ ৯-১০ কিমি প্রতি ঘণ্টার আশেপাশে থাকবে। এদিন জেলায় দমকা হাওয়ার সর্বোচ্চ গতি প্রতি ঘণ্টায় ১৫ কিলোমিটারের আশেপাশে থাকবে। (Weather forecast of Purba Medinipur-Digha)।

আগামীকাল কেমন আবহাওয়া:
শুক্রবার রোদের দেখা মিলবে। সকাল থেকে রোদ দেখা যাবে, জেলায় শীতের আমেজ থাকবে। আবহাওয়া ভাল থাকবে। সকালের তাপমাত্রা থাকতে পারে ২৭ ডিগ্রি সেলসিয়াসের আসপাশে। রাতের তাপমাত্রা থাকতে পারে ১৪ ডিগ্রি সেলসিয়াসের আসপাশে। রাতের আকাশ পরিষ্কার থাকবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ৭-৮ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দমকা হাওয়ার গতিবেগ ১৫-১৬ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। Real Feel প্রায় ২৮ ডিগ্রি সেলসিয়াসেরও বেশি হতে পারে। UV Index-৪-এর আশেপাশে থাকবে।

আজ দিঘায় সূর্যাস্ত (sunset) সন্ধে ৫টা ১০ মিনিটে। কাল সূর্যোদয় (sunrise) ভোর ৬ টা ২২ মিনিটে।

পশ্চিম মেদিনীপুর:
বৃহস্পতিবার ঝলমলে আকাশ হবে। সকাল থেকেই আকাশ পরিষ্কার থাকবে। আবহাওয়া মোটের উপর ভাল থাকবে। জেলায় বৃষ্টির কোনও পূর্বাভাস নেই। দিনের তাপমাত্রা ২৫ ডিগ্রি সেলসিয়াস হবে। রাতের তাপমাত্রা হবে ১৪ ডিগ্রি সেলসিয়াস। রাতের আকাশ পরিষ্কার থাকবে। জেলায় ঠান্ডার আমেজ থাকবে। জেলায় হাওয়ার গড় গতিবেগ ১০-১১ কিলোমিটার প্রতি ঘণ্টার আশপাশে উঠতে পারে। দিনের বেলা আর্দ্রতার পরিমাণ ৫৪ শতাংশ। রাতের দিকে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ কিছুটা বেড়ে যেতে পারে ৮৭ শতাংশের কাছাকাছি থাকবে।

শুক্রবার দিনভর আকাশে রোদ থাকবে। রোদের দেখা মিলবে। রাতেও আকাশ পরিষ্কার থাকবে। সকালের মতোই রাতের আকাশেও মেঘের আনাগোনা দেখা যাবে না। জেলায় সকালের তাপমাত্রা ২৬ ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে থাকতে পারে। রাতের তাপমাত্রা থাকবে ১৫ ডিগ্রি সেলসিয়াসের আসেপাশে। দিনের বেলা আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৬৬ শতাংশে, রাতে আপেক্ষিক আর্দ্রতা থাকবে ৮৭ শতাংশে।

আরও পড়ুন: ‘তোমাদের আমি চাহি না কারেও, শশী চাই করতলে’, ছবিওয়ালার কীর্তিকে স্বীকৃতি দিল NASA



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: