কেন্দ্রকে জানাতে হবে, কোভিড মোকাবিলায় তৈরি তো? তড়িঘড়ি হাসপাতালদের সঙ্গে বৈঠকে রাজ্য



<p><strong>সন্দীপ সরকার, কলকাতা :&nbsp;</strong> <a title="করোনা" href="https://bengali.abplive.com/topic/COVID-19" data-type="interlinkingkeywords">করোনা</a>-উদ্বেগের মধ্যেই সমস্ত রাজ্যের কাছে কোভিড প্রস্তুতি সংক্রান্ত তথ্য চাইল কেন্দ্র। এর প্রেক্ষিতে সোমবার&nbsp; কলকাতার সমস্ত সরকারি হাসপাতাল ও জেলাগুলির সঙ্গে বৈঠকে বসছে স্বাস্থ্য দফতর। <a title="ওমিক্রন" href="https://bengali.abplive.com/topic/omicron" data-type="interlinkingkeywords">ওমিক্রন</a>ের সাব ভ্যারিয়েন্ট BF.7 এর মোকাবিলায় দেশের হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা জানতে আগামীকাল, অনলাইনে সব তথ্য কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকে পাঠাতে হবে।</p>
<p>পাশাপাশি, ভিডিও কনফারেন্সে কোভিড হাসপাতালগুলির ব্য়বস্থা খতিয়ে দেখতে পারেন কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মাণ্ডব্য। রাজ্যগুলিকে পাঠানো কেন্দ্রের অ্যাডভাইসরিতে বলা হয়েছে, জেলার কোভিড সংক্রান্ত সব তথ্য পাঠাবেন সংশ্লিষ্ট জেলাশাসক। কেন্দ্রের পাঠানো অ্যাডভাইসরিতে মূলত হাসপাতালগুলির পরিকাঠামো সংক্রান্ত যাবতীয় তথ্য অনলাইনে জানাতে বলা হয়েছে।&nbsp;</p>
<p>&nbsp; বিএফ.৭ ভ&zwnj;্যারিয়েন্টের সংক্রমন হলে দেশের সব হাসপাতালগুলি কতটা প্রস্তুত তা জানতে কাল, মঙ্গলবার অনলাইনে সব তথ&zwnj;্য কেন্দ্রীয় স্বাস্থ&zwnj;্যমন্ত্রককে পাঠাতে হবে। তার আগে এই বৈঠক যথেষ্ট গুরুত্বপর্ণ বলেই মনে করছেন বিশেষজ্ঞমহল ।</p>
<p>কেন্দ্রের পাঠানো অ&zwnj;্যাডভাইজারিতে &nbsp;রাজ&zwnj;্যগুলিকে যেসব বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে তার প্রথমেই রয়েছে&nbsp; -</p>
<ul>
<li>লোকালয় থেকে কোভিড হাসপাতালের দুরত্ব কতটা?</li>
<li>সংশ্লিষ্ট হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের সংখ&zwnj;্যা কতগুলি?</li>
<li>অক্সিজেন সার্পোট আইসোলেশন ওয়ার্ডের সংখ&zwnj;্যা কত?</li>
<li>হাসপাতালে আইসিইউ, সিসিইউ শয&zwnj;্যা এবং ভেন্টিলেটরের সংখ&zwnj;্যা কত?</li>
<li>হাসপাতালগুলিতে কোভিড বিশেষজ্ঞ চিকিৎসক ও নার্সের সংখ&zwnj;্যা কত ?</li>
<li>নন কোভিড চিকিৎসক ও নার্সের সংখ&zwnj;্যা কত? তাও অনলাইন ফর্মে জানাতে হবে।</li>
</ul>
<p>স্বাস্থ&zwnj;্যভবন সূত্রে খবর, সংক্রমন শুরু হলে জরুরি অস্ত্রোপচার বা সাধারন চিকিৎসা যাতে ব&zwnj;্যাহত না হয় তারজন&zwnj;্য বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। কেন্দ্র থেকেও এই বিষয়ে গুরুত্ব দেওয়া হয়েছে। সেই জন&zwnj;্যই হাসপাতাল পিছু কোভিড ও নন কোভিড চিকিৎসক, নার্স, প&zwnj;্যারামেডিক&zwnj;্যাল স্টাফ এবং RTPCT ও RAT পরীক্ষা কেন্দ্রের সংখ&zwnj;্যা জানাতে বলা হয়েছে রাজ&zwnj;্যগুলিকে। &nbsp;</p>
<p>&nbsp;</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: