কাতারে বিশ্বজয়ের লক্ষ্যে মেসির সঙ্গী হচ্ছেন কারা ? ঘোষণা হল আর্জেন্টিনা স্কোয়াড


বুয়েনস আয়ারস : হয়নি আগের চারবার। এবার কি হবে ? আশায় বুক বাঁধছেন লিওনেল মেসি (Lionel Messi) ভক্তরা। গত বছর কোপা আমেরিকার হাত ধরে কেটেছে এলএম টেনের দেশের জার্সিতে দীর্ঘ আন্তর্জাতিক ট্রফি না জেতার খরা।

এবার বিশ্বকাপের মঞ্চেও কি বজায় থাকবে সেই ধারা ? মাঝে আর কটা দিন, যার পরই মিলবে কোটির টাকার প্রশ্নের উত্তর। আর সেই লক্ষ্যে ঝাঁপাতে মেসির সতীর্থ হবেন কারা, সেই তালিকা এল সামনে। কাতার বিশ্বকাপ ২০২২ -এর জন্য আর্জেন্টিনার দল (Argentina World Cup Squad) ঘোষণা হয়েছে। কোচ লিওনেল স্কালোনি এদিন ঘোষণা করেছেন ২৬ জনের লা আলবিসিলেস্টে স্কোয়াড।

গ্রুপ পর্বে কাদের বিরুদ্ধে লড়াই-

গ্রুপ সি তে সৌদি আরব, মেক্সিকো ও পোল্যান্ড রয়েছে আর্জেন্টিনার সঙ্গে। ২২ নভেম্বর সৌদি আরব, ২৭ নভেম্বর মেক্সিকো ও ১ ডিসেম্বর পোল্যান্ডের বিরুদ্ধে ম্যাচ লিওনেল মেসিদের। প্রত্যাশা অনুযায়ী যদি গ্রুপ চ্যাম্পিয়ন হয়েই রাউন্ড অফ ১৬-এ যায় আর্জেন্টিনা, তাহলে তাদের লড়তে হবে গ্রুপ ডি-র রানার্স আপের সঙ্গে। যেখানে ফ্রান্স বা ডেনমার্কের মুখোমুখি হওয়ার সম্ভাবনা মেসিদের। চোটের জন্য জিওভানি লো সেলসো বাদে পূর্ণশক্তির দলই পেয়েছে আর্জেন্টিনা। মেসির সঙ্গে পাওলো দিবালা, অ্যাঞ্জেল দি মারিয়া, লৌতারো মার্টিনেজের ঝাঁঝালো আক্রমণভাগ যে কোনও বিপক্ষের ঘুম ওড়াতে পারে।

Reels

বিশ্বকাপের আর্জেন্টিনা দল- 

গোলরক্ষক- এমিলিয়ানো মার্টিনেজ (অ্যাস্টন ভিলা), জেরোনিমো রুলি (ভিয়ারিয়াল), ফ্রাঙ্কো আর্মানি (রিভারপ্লেট)।

ডিফেন্ডার- নাহুলে মোলিনা (অ্যাটলেটিকো মাদ্রিদ), গঞ্জালো মন্টিয়েল (সেভিয়া), ক্রিশ্চিয়ান রোমেরো (টটেনহ্যাম), জার্মান পেজেল্লা (রিয়াল বেটিস), নিকোলাস ওয়ামেন্ডি (বেনফিকা), লিসান্দ্রো মার্টিনেজ (ম্যাঞ্চেস্টার ইউনাইটেড), মার্কোস আকুিনা (সেভিয়া), নিকোলাস টাগিলাফিকো (লিঁও), হুয়ান ফোইত (ভিয়ারিয়াল)।

মিডফিল্ডার- রডরিগো দে পল (অ্যাটলেটিকো মাদ্রিদ), লিওনার্দো পেরেডেস (জুভেন্টাস), অ্যালেক্সিস ম্যাক অ্যালিস্টার (ব্রাইটন), গুইদো রডরিগেজ (রিয়াল বেটিস), আলেহান্দ্রো গোমেজ (সেভিয়া), এনজো ফার্নান্ডেজ (বেনফিকা), এক্সেকুয়েল পালাসিয়োস (বায়ার লেভারকুশন)।

ফরওয়ার্ড – অ্যাঞ্জেল দি মারিয়া (জুভেন্টাস), লৌতারো মার্টিনেজ (ইন্টার মিলান), জুলিয়ান আলভারেজ (ম্যাঞ্চেস্টার সিটি), নিকোলাস গঞ্জালেস (ফিওরেন্টিনা), জোয়াকিন কোরেয়া (ইন্টার মিলান), পাওলো দিবালা (এএস রোমা), লিওনেল মেসি (প্যারিস সাঁ জাঁ)।


আরও পড়ুন- নেতৃত্বে রোনাল্ডো, পর্তুগালের বিশ্বকাপ দলে সুযোগ পালেন কারা?

 

 





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: