করোনার নয়া ভ্যারিয়েন্টে বিপর্যস্ত চিন, সেই প্রজাতিই পাওয়া গেল গুজরাতে



নয়া দিল্লি: আশঙ্কা ছিলই, এবার যেন সেই ভয়টাই সত্যি হল। চিনে (China) করোনার (Coronavirus) বাড়বাড়ন্তের জন্য দায়ী ভ্যারিয়েন্ট (Variant) এবার পাওয়া গেল ভারতে। BF.7 নামে এই ভ্যারিয়েন্টটি গুজরাতে (Gujarat) একটি নমুনা পরীক্ষা করার সময় পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, ৬১ বছর বয়সি এক প্রবাসী মহিলা সম্প্রতি পরীক্ষা করাতেই এক প্রজাতিটি পাওয়া গিয়েছে।                           

ভদদোরা মিউনিসিপাল কর্পোরেশনের তরফে জানান হয়েছে নভেম্বরে ওই মহিলা মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ফিরেছেন। এক সপ্তাহ আগে হঠাৎই জ্বরে পড়েন তিনি। এরপর কোভিড টেস্ট করতেই রিপোর্ট পজিটিভ আসে। এরপর ওই মহিলার করোনা টেস্টের নমুনা জিনোম সিকোয়েন্সিংয়ের জন্য পাঠানো হয়। সেখানেই করোনার এই BF.7 ভ্যারিয়েন্টটি পাওয়া যায়।                       

এরপরই গুজরাতে গান্ধীনগরে বুধবার স্বাস্থ্য দফতরের একটি উচ্চপদস্থ আধিকারিকদের একটি বৈঠকও বসে। কীভাবে এই সংক্রমণ ঠেকানো যায় তা নিয়ে আলোচনাও করেন তাঁরা। গুজরাতের স্বাস্থ্য দফতরের তরফে জানান হয়েছে প্রতিদিন প্রায় ৭ হাজার থেকে ৮ হাজার কোভিড নমুনা পরীক্ষা করে দেখা হচ্ছে। সে রাজ্যে এখন ২০টি কোভিড অ্যাক্টিভ কেস রয়েছে।                                                  

আরও পড়ুন, ফের বাড়ছে করোনা, বছর শেষের আগেই ফিরছে মাস্ক বিধি!

বর্তমানে চিনে করোনার জেরে রীতিমতো মৃত্যু মিছিল পরিস্থিতি। সম্প্রতি গনবিক্ষোভের মুখে পড়ে করোনাবিধি শিথিল করেছিল চিন। এরপরই মারাত্বক হারে ফের বাড়তে শুরু করে করোনা সংক্রমণ। পাল্লা দিয়ে চিনে বেড়েছে করোনায় মৃত্যুর সংখ্যাও। শুধু চিনেই নয়, করোনা সংক্রমণ ছড়িয়েছে জাপান, দক্ষিণ কোরিয়া, আমেরিকা, ব্রাজিলের মতো দেশগুলিতেও। এরফলেই উদ্বিগ্ন বিশ্ব স্বাস্থ্য সংস্থা।

চিনের বিশেষজ্ঞরা মনে করছেন, শীতেই করোনার নতুন স্ফীতি আছড়ে পড়তে পারে। এপিডেমিওলজিস্ট এবং হেলথ ইকোনমিস্ট এরিক ফেইগল-ডিং সংবাদমাধ্যমকে জানাচ্ছেন, আগামী ৯০ দিনে চিনের ৬০ শতাংশ মানুষ সংক্রমিত হতে পারেন। সোমবারই করোনায় ২ জনের মৃত্যুর খবর দিয়েছে চিনের স্বাস্থ্য দফতর। যা চলতি সপ্তাহে করোনায় প্রথম মৃত্যুর ঘটনা। এর পর মঙ্গলবার করোনায় মৃত্যু হয়েছে ৫ জনের।                 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: