কন্ডাক্টর জানান, জখম ব্যক্তি ভারতীয় ক্রিকেটার, পন্থের মায়ের ফোন বন্ধ ছিল, বলছেন বাসচালক



নয়াদিল্লি: তাঁর প্রত্যুৎপন্নমতিতায় প্রাণরক্ষা হয়েছে ঋষভ পন্থের (Rishabh Pant)। তিনিই দ্রুত পন্থকে জ্বলন্ত গাড়ি থেকে বার করে আনেন। উদ্ধার করার পর হাসপাতালে ভর্তির ব্যবস্থাও করেন।

রাতারাতি নায়ক হয়ে গিয়েছেন হরিয়ানা রোডওয়েজের বাসচালক সুশীল কুমার। ঘটনার পরের দিন সংবাদমাধ্যমে সুশীল বলেছেন, ‘আমি হরিয়ানা রোডওয়েজের কর্মী। পানিপথ ডিপো থেকে বাস চালাই।’ ঘটনার বিবরণ দিতে গিয়ে তিনি বলেছেন, ‘ভোর ৪.২৫-এ আমাদের বাস হরিদ্বার ছাড়ে। আমি বাস চালাতে চালাতেই দেখতে পাই একটি গাড়ি প্রবল গতিতে আসার সময় ভারসাম্য হারিয়ে ডিভাইডারে ধাক্কা মারে। ধাক্কার প্রতিঘাতে গাড়িটি উল্টো দিকের লেনে ছিটকে পড়ে।’

সুশীল কুমার যোগ করেছেন, ‘আমি তৎক্ষনাৎ ব্রেক কষি। গাড়িটিতে ততক্ষণে আগুন লেগে গিয়েছিল। আমি আর আমার কন্ডাক্টর দৌড়ে যাই। ওঁকে গাড়ি থেকে বার করি। তারপর আরও তিনজন আসেন। আমরা ওঁকে নিরাপদ জায়গায় নিয়ে যাই।’ যোগ করেছেন, ‘আমি জাতীয় সড় কর্তৃপক্ষকে ফোন করি। কেউ সাড়া দেয়নিয তারপর পুলিশে খবর দিই। কন্ডাক্টর অ্যাম্বুলেন্সে খবর দেয়। আমরা টানা জিজ্ঞেস করছিলাম উনি ঠিক আছেন কি না। ওঁকে জল খেতে দিই। একটু সামলে উঠে উনি বলেন, ওঁর নাম ঋষভ পন্থ। আমি ক্রিকেট দেখি না। তাই ওকে চিনতাম না। তবে কন্ডাক্টর পরমজিৎ আমাকে বলে, সুশীল, ইনি ভারতীয় ক্রিকেটার।’

এরপর পন্থের বাড়িতে খবর দেওয়ার চেষ্টা করেন সুশীল। বলছেন, ‘উনি আমাকে ওঁর মায়ের নম্বর দেন। আমি ফোন করলেও সেটি বন্ধ ছিল। ১৫ মিনিট পর অ্যাম্বুলেন্স আসে। ওঁকে তুলে দিই। আমরা জিজ্ঞেস করি আর কেউ গাড়িতে ছিল কি না। উনি জানান একাই ছিলেন।’

কৃতজ্ঞ লক্ষ্মণ

দিল্লি-দেহরাদূন হাইওয়ের ওপর তখন দুমড়ে মুচড়ে পড়ে ছিল বহুমূল্য গাড়িটি। দুর্ঘটনার পরই গাড়িতে আগুন লেগে যায়। যা দেখে তড়িঘড়ি বাস দাঁড় করিয়ে দেন সুশীল মান। দৌড়ে যান। দেখেন, গাড়ির ভেতর ক্ষতবিক্ষত অবস্থায় পড়ে রয়েছেন চালক। বিছানার চাদর দিয়ে তাঁকে আগুনের গ্রাস থেকে রক্ষা করেন সুশীল। তারপর খবর দেন অ্যাম্বুলেন্সে।

সুশীল মান জানতেনই না যে, তিনি যাঁর প্রাণরক্ষা করেছেন, তিনি একজন সেলিব্রিটি। ভারতীয় ক্রিকেট দলের সদস্য। দেশকে জিতিয়েছেন একাধিক ম্য়াচ। অনেকে ভবিষ্যতের অধিনায়ক হিসাবেও চিহ্নিত করেছেন।

ঋষভ পন্থের ভয়াবহ দুর্ঘটনার পরই ঝাঁপিয়ে পড়ে তাঁর প্রাণরক্ষা করেন সুশীল। যে কারণে তাঁকে কৃতজ্ঞতা জানিয়ে ট্যুইট করেছেন প্রাক্তন ক্রিকেটার তথা জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান ভি ভি এস লক্ষ্মণ। তিনি ট্যুইটারে লিখেছেন, ‘হরিয়ানার চালক সুশীল কুমার, যিতি জ্বলন্ত গাড়ি থেকে ঋষভ পন্থকে বার করে এনে বিছানার চাদরে জড়িয়ে অ্যাম্বুলেন্সে খবর দিয়েছিলেন, তাঁকে কৃতজ্ঞতা জানাই। আপনার নিঃস্বার্থ কাজের জন্য আমরা ঋণী’।

আরও পড়ুন: ‘গাড়িটা আস্তে চালাস’, পন্থকে আগেই সাবধান করেছিলেন ধবন



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: