‘কন্ঠরোধের চেষ্টা, গ্রেফতারির কারণ বলতে পারেনি পুলিশ’, ছাড়া পেয়ে মন্তব্য কমলেশ্বরের


কলকাতা: লালবাজার থেকে ছাড়া পেলেন কমলেশ্বর মুখোপাধ্যায় (Kamaleswar Mukherjee), বিকাশরঞ্জন ভট্টাচার্য্য (Bikashranjan Bhattacharyya) সহ অন্যান্য সিপিএম নেতারা।

সোমবার রাসবিহারীতে সিপিএমের স্টলে হামলার অভিযোগ করা হয়েছিল দলের তরফ থেকে । অভিযোগ ছিল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে । এই হামলার অভিযোগের প্রতিবাদে রাসবিহারীতে সিপিএমের কর্মসূচি চলাকালীন গ্রেফতার করা হয়েছিল পরিচালক কমলেশ্বর মুখোপাধ্যায়, বিকাশরঞ্জন ভট্টাচার্য বেশ কয়েকজন। গ্রেফতার করে তাদের নিয়ে আসা হয়েছিল লালবাজারে । জিজ্ঞাসাবাদের পরে তাঁদের ছেড়ে দেওয়া হয়। 

আরও পড়ুন: Prosenjit Chatterjee: ঢাকে কাঠি, প্রসাদ, আড্ডা, দুর্গাপুজোদুর্গাপুজোর আনন্দে সামিল প্রসেনজিৎ” href=”https://bengali.abplive.com/entertainment/cactor-prosenjit-chatterjee-played-dhak-at-durga-puja-know-in-details-924680″ target=”_blank” rel=”dofollow noopener”>র আনন্দে সামিল প্রসেনজিৎ

এদিন লালবাজার থেকে বেরিয়ে এবিপি আনন্দকে কমলেশ্বর বলেন, ‘গতকাল (রবিবার) রাসবিহারীতে তৃণমূলের বেশ কয়েকজন দুষ্কৃতী সিপিএমের বইয়ের স্টল ভেঙে দেয় ও কমরেডদের মারধর করে। আজ সেই ঘটনার প্রতিবাদেই রাসবিহারীতে শ্রী চৈতন্য লাইব্রেরীর সামনে আমাদের একটি প্রতিবাদ সভার আয়োজন করা হয়েছিল। প্রচারের জন্য একটি অটোও রাখা হয়েছিল। সেই সময়ে তৃণমূলের বেশ কিছু দুষ্কৃতী আমাদের দিকে ছুটে আসে ও আক্রমণ করে। বিকাশরঞ্জন ভট্টাচার্য্যের ওপর হামলার চেষ্টা করা হয়। গোটা ঘটনাই ঘটায় তৃণমূল আশ্রিত দুষ্কৃতীরা। এরপর, ওই অঞ্চলে জমায়েত করা যাবে না এই অভিযোগে পুলিশ আমাদের গ্রেফতার করে। বিকাশরঞ্জন ভট্টাচার্য্যেকে আক্রমণের হাত থেকে যাঁরা যাঁরা বাঁচাতে গিয়েছিলেন তাঁদের গ্রেফতার করা হয়। যে কোনও গণতান্ত্রিক আন্দোলনের বিরুদ্ধে পদক্ষেপ নেওয়া ও কন্ঠরোধ করার চেষ্টা এটা। গ্রেফতারির কোনও কারণ স্পষ্ট করে বলতে পারেনি পুলিশ। কেবল বলা হয়েছে, মানুষ ঠাকুর দেখতে বেরিয়েছেন, তাই জমায়েত করা যাবে না’

কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির তীব্র নিন্দায় পরিচালক সৃজিত মুখোপাধ্যায় । ট্যুইটারে পরিচালক লিখেছেন, ‘বইয়ে এত ভয় ? কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির নিন্দার ভাষা নেই । কমলেশ্বর’দার সঙ্গে যা হয়েছে, তা অত্যন্ত খারাপ ।’

এই ঘটনার প্রতিবাদ করে ট্যুইট করেছেন অভিনেতা অনিন্দ্য চট্টোপাধ্যায় (Anindya Chatterjee)-ও । ট্যুইটারে তিনি লিখেছেন, ‘কমলেশ্বর মুখোপাধ্যায় গ্রেফতার । এক কথায় অপ্রীতিকর । একরাশ ধিক্কার ।’

এই ঘটনার তীব্র নিন্দা করেছেন অভিনেতা ঋদ্ধি সেন (Riddhi Sen)-ও । ফেসবুকে ঋদ্ধি লিখেছেন, ‘সরকার কি পাগল হয়ে গিয়েছে ! কমলেশ্বর মুখোপাধ্যায়ের গ্রেফতারির ঘটনা লজ্জাজনক । কিসের জন্য ? একটা বইয়ের দোকানের জন্য ! একটা বইয়ের স্টল ভাঙচুরের প্রতিবাদ করার জন্য গ্রেফতারি ! ঘটনায় তীব্র নিন্দা করছি । তোমার সঙ্গে রয়েছি । আমরা এই ঘটনার উত্তর চাই ।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: