‘ও কি আদৌ ফিট?’ রোহিত শর্মাকে নিয়ে বিস্ফোরক কপিল দেব



নয়াদিল্লি: চলতি ভারত-শ্রীলঙ্কা টি-টোয়েন্টি সিরিজে রোহিত শর্মা (Rohit Sharma) খেলছেন না। সাম্প্রতিক সময়ে একাধিক সিরিজে বিশ্রাম দেওয়া হয়েছে রোহিতকে। ভারতীয় (Team India) অধিনায়ক চোটের জেরেও বেশ কিছু সিরিজে খেলতে পারেননি। গত বছরে ভারতের ৬৮টি ম্যাচের মধ্যে (পাঁচ টেস্ট, ২১টি ওয়ান ডে, ৪২টি টি-টোয়েন্টি) রোহিত মাত্র ৩৯টি ম্যাচ (দুইটি টেস্ট, আটটি ওয়ান ডে, ২৯টি টি-টোয়েন্টি) খেলেছেন। এরপরে রোহিতের ফিটনেস নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। রোহিতের ফিটনেসের দিকে এবার কপিল দেবও (Kapil Dev) আঙুল তুললেন।

ফিটনেস নিয়ে প্রশ্ন

রোহিতের ফিটনেস নিয়ে প্রশ্ন তুলে কিংবদন্তি ভারতীয় ক্রিকেটার কপিল দেব বলেন, ‘রোহিত শর্মার মধ্যে তেমন কোনও খামতি নেই। ওর মধ্যে সকল দক্ষতা উপস্থিত। তবে ব্যক্তিগতভাবে আমার মনে হয় ওর ফিটনেস নিয়ে একটা প্রশ্নচিহ্ন রয়েছে। ও কি আদৌ সম্পূর্ণ ফিট? অধিনায়ক তো দলের বাকিদের ফিট হওয়ার জন্য উদ্বুদ্ধ করবে। সতীর্থরা নিজের অধিনায়ককে নিয়ে গর্ব করবে। আমি নিশ্চিতভাবেই বলতে পারি যে রোহিতের ফিটনেসের ওপর বিরাট প্রশ্নচিহ্ন রয়েছে।’

ক্রিকেটীয় দক্ষতায় আস্থা

রোহিত শর্মা সাম্প্রতিক সময়ে ব্যাট হাতে খুব বেশি রান পান না বলেও বিশেষজ্ঞদের একাংশের সমালোচনার মুখে পড়তে হয়েছে তাঁকে। কপিল দেব এই তত্ত্বের সঙ্গে সহমত হলেও, তাঁর দাবি ক্রিকেটার হিসাবে রোহিতের দক্ষতায় কোনও খামতি নেই। ‘অধিনায়ক হওয়ার পর থেকে রোহিত তেমন রান করতে পারেননি বলে অনেকেই সমালোচনা করেছেন বটে। আমিও এর সঙ্গে সহমত, তবে আমার মনে হয় না ওর ক্রিকেটীয় দক্ষতায় কোনও ত্রুটি আছে। ক্রিকেটার হিসাবে ও দারুণ সফল। ও যদি নিজের ফিটনেসের উন্নতি করতে পারে, তাহলে গোটা দলই ওকে দেখে উদ্বুদ্ধ হবে।’ মত কপিল দেবের।

পন্থের অস্ত্রোপ্রচার

ঋষভ পন্থের (Rishabh Pant) হাঁটুর অস্ত্রোপচার হল। মুম্বইয়ের কোকিলাবেন ধীরুভাই অম্বানি (Dhirubhai Ambani Kokilaben Hospital) হাসপাতালে শুক্রবার পন্থের ডান হাঁটুর লিগামেন্টে অস্ত্রোপচার হল। ভারতীয় ক্রিকেট বোর্ড সূত্রে (BCCI) খবর, সফল হয়েছে অস্ত্রোপচার।

ভারতীয় ক্রিকেট বোর্ডের এক কর্তা সংবাদসংস্থাকে বলেছেন, ‘শুক্রবার পন্থের হাঁটুর সফল অস্ত্রোপচার হয়েছে। আপাতত তাঁকে পর্যবেক্ষণে রাখা হয়েছে। বিশেষজ্ঞ, ডক্টর দীনেশ পাড়দিওয়ালার তত্ত্বাবধানে পরবর্তী চিকিৎসা ও রিহ্যাবিলিটেশন পদ্ধতি চূড়ান্ত করা হবে। ভারতীয় ক্রিকেট বোর্ডের স্পোর্টস সায়েন্স ও মেডিসিন টিম গোটা ব্যাপারটা পর্যবেক্ষণ করছে।’

আরও পড়ুন: সমালোচকদের জবাব দেওয়ার সুযোগ, শ্রীলঙ্কার বিরুদ্ধে ওয়ান ডে সিরিজের আগে অনুশীলনে ফিরলেন রাহুল



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: