ওয়ান ডে সিরিজের আগে শ্রেয়স, চাহারদের কী বার্তা দিচ্ছেন ধবন?



<p style="text-align: justify;"><strong>লখনউ:</strong> সীমিত ওভারের ফর্ম্যাটেই শুধু খেলেন। তাও আবার ওয়ান ক্রিকেটে। কিন্তু তাতেও নিজের লক্ষ্যে স্থির শিখর ধবন। আগামী বছর ওয়ান ডে বিশ্বকাপ। ৩৬ বছরের অভিজ্ঞ ভারতীয় ওপেনার তার আগে সুযোগ পেয়েছেন আরও একবার জাতীয় দলকে নেতৃত্ব দেওয়ার। আজ থেকে শুরু হতে চলা ওয়ান ডে সিরিজে ভারতীয় দলকে নেতৃত্ব দেবেন শিখর ধবন। ম্যাচের আগে দলের প্লেয়ারদের নিয়ে সাংবাদিক বৈঠকে কথা বললেন গব্বর। বিশেষ বার্তাও দিলেন টি-টোয়েন্টি বিশ্বকাপে স্ট্যান্ডবাই প্লেয়ার হিসেবে থাকা শ্রেয়স আইয়ার, দীপক চাহারদের।&nbsp;</p>
<p style="text-align: justify;"><strong>কী বললেন ধবন?</strong></p>
<p style="text-align: justify;">আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য ভারতীয় দলে স্ট্যান্ডবাই হিসেবে রয়েছে <a title="শ্রেয়স আইয়ার" href="https://bengali.abplive.com/topic/shreyas-iyer" data-type="interlinkingkeywords">শ্রেয়স আইয়ার</a>, দীপক চাহার, রবি বিষ্ণোই, মহম্মদ সিরাজ। তাঁদের উদ্দেশে ধবন বলেন, ”আমি সব সময়েই তরুণ ক্রিকেটারদের সঙ্গে আমার অভিজ্ঞতা ভাগ করে নিয়ে থাকি। ফের নতুন দায়িত্ব পেয়েছি। আমি যে কোনও চ্যালেঞ্জকেই সুযোগ মনে করি এবং তা উপভোগ করি। এই ওয়ান ডে সিরিজ বিশ্বকাপের জন্য স্ট্যান্ডবাই থাকা প্লেয়ারদের জন্য খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাঁরা ভাল পারফর্ম করে নির্বাচকদের নজরে আসার চেষ্টা করবেন।” ধবন আরও বলেন, ”যত বেশি সংখ্যক ম্য়াচ এই ক্রিকেটাররা খেলবেন ততই ভালো। এই সিরিজে ভালো খেললে তা তাঁদের আত্মবিশ্বাস বাড়ানোর পক্ষে সহায়ক হবে। যে কেউ দলে সুযোগ পেতে পারেন। ফলে এই সিরিজ তাঁদের বিশ্বকাপের প্রস্তুতির জন্যও গুরুত্বপূর্ণ।”</p>
<p style="text-align: justify;">তরুণ ক্রিকেটারদের নিয়ে আত্মবিশ্বাসী ধবন বলেন, ”তরুণ ক্রিকেটারদের পারফরম্যান্সের দিকে তাকালেই তাঁদের আত্মবিশ্বাস বোঝা যায়। খেলার সঙ্গে সঙ্গে তাঁদের অভিজ্ঞতাও বাড়বে। ভুল থেকে শিক্ষাও নিতে পারবেন। আমরা ভালো দল নিয়েই এই সিরিজ খেলতে নামছি। ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবোয়েতেও ভালো খেলেছি আমরা। দলে বেশিরভাগ ক্রিকেটারই ওই সিরিজগুলিতে খেলেছেন। নতুন দু-একজন রয়েছেন। নতুন ক্রিকেটাররা এক অনন্য বাতাবরণ তৈরি করেছে। দলের মধ্যে পারস্পরিক বোঝাপড়াও ভালোই রয়েছে। তরুণ ক্রিকেটাররা বিগত কয়েকটি সিরিজে ভালো ক্রিকেটই উপহার দিয়েছেন।”</p>
<p style="text-align: justify;">এদিকে, লখনউয়ে বৃষ্টির জন্য টস শুরু হতেও দেরি। নির্ধারিত সময় টস করা গেল না। ওয়ান ডে সিরিজের প্রথম ম্যাচে আজ মুখোমুখি হতে চলেছে ভারত-দক্ষিণ আফ্রিকা। টি-টােয়েন্টি সিরিজে দুর্দান্ত জয়ের পর তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ&nbsp; খেলতে নামছে টিম ইন্ডিয়া। রজত পাতিদার, মুকেশ কুমারের মত নতুন মুখ সিরিজে মাঠে নামতে চলেছে। তবে তাঁরা কি সুযোগ পাবেন প্রথম একাদশে? উত্তর একটু পরেই জানা যাবে।</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: