ওয়ান ডেতে ফিঞ্চের উত্তরসূরি বেছে নিল অস্ট্রেলিয়া, কে হলেন নতুন অধিনায়ক?


মেলবোর্ন: টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে জোরকদমে নিজেদের প্রস্তুতি শুরু করে গিয়েছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। নিজেদের ঘরের মাঠে ভাল পারফর্ম করতে মরিয়া অজিরা। তবে ২০ ওভারের বিশ্বকাপ শুরু হওয়ার আগেই ৫০ ওভারের অধিনায়ক (Australia Captain) বেছে নিল ক্রিকেট অস্ট্রেলিয়া। ওয়ান ডেতে অস্ট্রেলিয়ার অধিনায়ক হওয়ার দৌড়ে ছিলেন স্টিভ স্মিথ, প্যাট কামিন্স (Pat Cummins), গ্লেন ম্যাক্সওয়েলরা। ডেভিড ওয়ার্নারের ওপর থেকে নিষেধাঞ্জা তুলে তাঁকেও অধিনায়ক করা হতে পারে বলে জল্পনা ছিল।

সবাইকে পিছনে ফেলে অস্ট্রেলিয়ার টেস্ট অধিনায়ক প্যাট কামিন্সকেই ওয়ান ডেতেও দলকে নেতৃত্ব দেওয়ার দায়িত্ব দেওয়া হল। বিশ্বকাপে অ্যারন ফিঞ্চই (Aaron Finch) অস্ট্রেলিয়াকে নেতৃত্ব দেবেন। তবে নিউজিল্যান্ড সিরিজের পরই আন্তর্জাতিক ওয়ান ডে ক্রিকেটকে বিদায় জানিয়েছিলেন তিনি। তাই ফিঞ্চের উত্তরসূরি খোঁজার কাজ শুরু হয়। জল্পনায় একাধিক নাম উঠে আসলেও, তাঁর উত্তরসূরি হিসাবে শেষমেশ কামিন্সকেই বাছা হল। 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: