ঐন্দ্রিলা শর্মা.. ‘একটা মেয়ে যে স্বপ্ন দেখতে ভালবাসে’


কলকাতা: ফেসবুক প্রোফাইলে এখনও লেখা ঝলমলটা করছে.. ঐন্দ্রিলা শর্মা (Aindrila Sharma)। ‘আ গার্ল উইথ আ বিগ ড্রিম (A girl with a big dream)’। তিনি স্বপ্ন দেখতে ভালবাসতেন। বাঁচতে ভালবাসতেন। পারলেন না। জীবন যুদ্ধে তৃতীয়বার আর জয়ী হতে পারলেন না ঐন্দ্রিলা। ক্যানসারে ২ বার আক্রান্ত হয়েও ফিরে আসা, ঝাঁঝরা শরীরে লড়াই করা, ঐন্দ্রিলা যেন আক্ষরিক অর্থেই যোদ্ধা। 

২০১৫ সালে প্রথম অস্থিমজ্জার ক্যানসারে আক্রান্ত হন অভিনেত্রী। ২০১৬ পর্যন্ত চিকিৎসা চলে। তারপর পুরোপুরি সুস্থ হয়েই বাড়ি ফিরে এসেছিলেন ঐন্দ্রিলা। শুরু করেছিলেন অভিনয়ও। কিন্তু এরপর আবার ২০২১ সালে ফুসফুসে ক্যানসার ধরা পড়ে অভিনেত্রীর। হঠাৎ কাঁধে ব্যথা হওয়ায় দিল্লি পাড়ি দিয়েছিলেন অভিনেত্রী। চিকিৎসা করতে গিয়ে জানা যায়, ফের ক্যানসারে আক্রান্ত হয়েছেন ঐন্দ্রিলা। ডানদিকের ফুসফুসে ছিল টিউমার।                                                                                       

আরও পড়ুন: Aindrila Sharma Death: পরাজয়… প্রতিবারের মতো ফিনিক্স হয়ে আর ফেরা হল না ঐন্দ্রিলার

ভেঙে পড়েছিলেন তরুণী অভিনেত্রী। চিকিৎসা করাতেই চাননি। তখন একবার কেমোথেরাপির যন্ত্রণা পার করে এসেছিলেন তিনি। কিন্তু পরিবারের সদস্য, মা-বাবা-দিদি আর প্রেমিক সব্যসাচীর জন্যই আবার ক্যানসারের সঙ্গে লড়াই শুরু হয় অভিনেত্রীর। সুস্থও হয়ে ওঠেন। পরবর্তীকালে স্বাভাবিক জীবনে ফিরে ঐন্দ্রিলা জানিয়েছিল, সব্যসাচী ও পরিবারের সবাই তাঁকে মানসিকভাবে এতটাই আগলে রেখেছিলেন যে শারীরিক কষ্টকে জয় করার শক্তি এসেছিল তাঁর মধ্যে।

Reels

এরপর ফের স্বাভাবিক জীবনে ফিরে এসেছিলে অভিনেত্রী। লাইটস… ক্যামেরা… অ্যাকশনের দুনিয়ায় ফিরেছিলেন তিনি। একটি সিনেমা, ও একটি ওয়েব সিরিজে অভিনয় করেছিলেন তিনি।                                                                                                                

১ নভেম্বর হঠাৎ ব্রেন স্ট্রোকে আক্রান্ত হয়ে হাওড়ার হাসপাতালে ভর্তি হয়েছিলেন অভিনেত্রী। তারপরে ২০ দিনের লড়াই। ঐন্দ্রিলা আপ্রাণ চেষ্টা করেছিলেন বাঁচার। পারলেন না। আজ দুপুরে হাসপাতাল সূত্রে জানানো হয়… ঐন্দ্রিলাকে ধরে রাখা গেল না। ২৪ বছর বয়সে থেমে গেল এক ‘ফিনিক্স’ হওয়ার লড়াই। ফিরলেন না ঐন্দ্রিলা।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: