‘এটাই হবার ছিল, সবাই মিলে এবার ঝগড়া করে মরবে’, অনুপম ইস্যুতে তোপ সৌগত-র


কলকাতা: সুকান্তকে নিয়ে অনুপম ইস্যুতে প্রতিক্রিয়া দিলেন সৌগত রায় (Sougata Roy)। মূলত,  ‘ব্যক্তিত্বহীন’ বলে খোদ রাজ্য সভাপতি সুকান্তকেই আক্রমণ করেন বিজেপি নেতা অনুপম হাজরা (Anupam Hazra)। এদিন তিনি বলেন,’দো আঁশলা লোক নিয়ে সংগঠন করা খুব মুশকিল। রাজ্য সভাপতির মধ্যে সেই ব্যক্তিত্ব থাকা দরকার, যে নিজের সিদ্ধান্ত নিজে নিতে পারেন। সরাসরি সুকান্তর যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে এবার আক্রমণে অনুপম হাজরা। এই মানসিকতা চলতে থাকলে, আবকি বার ২০০ পার বলতে গিয়ে ৭৭-এই আটকে যাবে। পদাধিকারীদের চেয়ে যাদের পদ নেই, তাদের পিছনে বেশি লোক। বাইরের লোক নিয়ে বোলপুরে র‍্যালি করলেন সুকান্ত মজুমদার(Sukanta Majumdar)।’

এটাই হবার ছিল, সবাই মিলে এবার ঝগড়া করে মরবে: সৌগত রায়

এদিন সৌগত রায় বলেন, ‘আমি বলব যে, আগে ঢুকেছে, পরে ঢুকেছে, নতুন ঢুকেছে। এরা সবাই মিলে এবার ঝগড়া করে মরবে। সুতরাং এটাই হবার ছিল, এটাই হচ্ছে। অনুপম হাজরা তো সেদিন তৃণমূল থেকে গেল। বিজেপিকে নিয়ে আমরা মাথা ঘামাচ্ছি না।’প্রসঙ্গত, এর আগে বোলপুরে বিজেপি রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের মিছিলের দিনেই আক্রমণ করেন খোদ বিজেপি নেতা অনুপম হাজরা। অনুব্রত মণ্ডলের গ্রেফতারির ‘ইস্যু’ কাজে লাগাতে না পারার অভিযোগ তুলে বিস্ফোরক মন্তব্য করেন তিনি। অনুপম হাজরা বলেন, ‘বীরভূমে জমি তৈরি, ইস্যু ঘিরে ফসল ফলানোর সেরা সময়। তাও আমি থাকার সময় কোনও আন্দোলন নয় কেন? কোনও পদাধিকারীর দেখা পেলাম না। কিন্তু পদে নেই এমন বহু মানুষ দেখা করলেন, ইস্যুটি নিয়ে কথা বললেন। আন্দোলনে নামতেও তৈরি জানাতে পিছপা হলেন না।’  অনুপম হাজরার আরও অভিযোগ, ‘বীরভূমে যারা পদে, তাদের মধ্যে অনুব্রত নিয়ে উৎসাহ নেই। বীরভূমে ঘরের শত্রু বিভীষণ থাকলে, খুঁজে বের করে ফাঁস করব। কারণ নিজের মাটিতে কোনও বাঁদরামো বরদাস্ত করব না। অনুব্রত মণ্ডলের মত অত্যাচারী নেতা গ্রেফতার হয়েছে। সেটা ইস্যু করে তৃণমূলের সঙ্গে রাজনৈতিকভাবে লড়াই করার জমি তৈরি, এখন যদি মাঠে না নামেন, তাহলে আর কবে নামবেন ?’

বাইরের লোক নিয়ে বোলপুরে র‍্যালি করলেন সুকান্ত মজুমদার, উচিত ছিল আমাকে জানানোর: অনুপম হাজরা

আরও পড়ুন, ‘দুর্গার রোল প্লে করছেন’, বিস্ফোরক সেলিম

আর এ দিন তিনি বলেন, ‘এই মানসিকতা চলতে থাকলে, আবকি বার ২০০ পার বলতে গিয়ে ৭৭-এই আটকে যাবে। পদাধিকারীদের চেয়ে যাদের পদ নেই, তাদের পিছনে বেশি লোক। বাইরের লোক নিয়ে বোলপুরে র‍্যালি করলেন সুকান্ত মজুমদার। বাইরে থেকে লোক না এনে উচিত ছিল আমাকে জানানোর। নিজে বিরাট কিছু না করতে পারলে কেন অন্যের সহযোগিতা নিতে ক্ষতি কী? অনুপমের প্রশ্ন, ‘বাঙালি কাঁকড়ার জাত হয়ে আর কতদিন থাকবে? সংগঠনের কেউ উপরে উঠলে, টেনে নামাবো, এরকম চললেই ৭৭-এই আটকে যাবে। ‘অনেকে গুড বয় সাজে, সোজা কথা সোজাভাবে বলতে পারে না।’



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: