একজন থেকে অত্য়ন্ত দ্রুত হতে পারে ১০-১৮ জনের সংক্রমণ, রুখতে কী পরামর্শ চিকিৎসকদের ?



ঝিলম করঞ্জাই, কলকাতা : করোনার (Corona) জেরে ত্রাহি ত্রাহি রব চিনে। দেশজুড়ে এক ভয়ঙ্কর পরিস্থিতি করোনার করোনার সাম্প্রতিকতম সাব ভ্যারিয়েন্ট BF.7-এর প্রকোপেই এখন চিনে ভয়াবহ অবস্থা। বিশেষজ্ঞরা বলছেন, এতো সবে শুরু। ভয়ঙ্কর খারাপ দিন আসতে চলেছে। এই পরিস্থিতিতে সতর্ক দেশ, রাজ্য। এমন উদ্বেগের পরিস্থিতিতে চিকিৎসকদের পরামর্শ ফের হাতিয়ার হোক মাস্ক।

একজন থেকে ১০-১৮ জন আক্রান্ত হতে পারে !

সূত্রের খবর, সম্প্রতি চিনের পিকিং বিশ্ববিদ্যালয়ের পাঁচ অধ্যাপকের মৃত্যু হয়েছে। চিনে ফের ভয়ঙ্কর গতিতে করোনা ছড়াতে শুরু করায় উদ্বেগপ্রকাশ করেছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। ভারতেও ইতিমধ্য়েই ভয়ঙ্কর সাব ভ্যারিয়েন্ট BF.7-এর হদিশ মিলেছে। এখনও অবধি চার জনের দেশে এর দেখা মিলেছে। এই পরিস্থিতিতে সাবধান করছেন চিকিৎসকরা। বিশেষজ্ঞরা বলছেন, করোনার নতুন এই সাব ভ্য়ারিয়েন্ট অত্য়ন্ত সংক্রামক। তাতে আক্রান্ত একজন অত্য়ন্ত দ্রুত ১০ থেকে ১৮ জনকে সংক্রমিত করতে পারে।

হাতিয়ার হোক মাস্ক

বিশেষজ্ঞরা বলছেন, কোনওভাবেই নতুন এই ভ্যারিয়েন্টকে হালকাভাবে নেওয়ার প্রশ্নই ওঠেনা। তাঁদের পরামর্শ, আর বিলম্ব না করে ফের জনবহুল অবস্থায় প্রত্য়েকের মাস্ক পড়া উচিত। করোনার ভ্যারিয়েন্ট নতুন হলেও, উপসর্গগুলি মোটের ওপর একই রয়েছে। যেমন ঠান্ডা লাগা, জ্বর, ক্লান্তি, মাথা ব্য়থা, শরীরে অসহ্য় ব্য়থা, গলা ব্য়থা, সর্দি। এই অবস্থায় সতর্ক থাকার কথা বলছেন চিকিৎসকরা। 

সম্প্রতি কেন্দ্রীয় সরকারের সংস্থা ন্যাশনাল ইন্সটিটিউট অফ বায়োমেডিক্যাল জেনোমিক্স, নাইসেডের সঙ্গে একটি গবেষণা করে। যাতে দাবি করা হয়েছে, করোনা ভাইরাসের ভ্যারিয়েন্টের এমনকিছু মিউটেশন চিহ্নিত করা গেছে, যা থেকে আগামী দিনে, ভ্যাকসিন কাজ করবে না, এমনও ভ্যারিয়েন্ট তৈরি হতে পারে।                                                                                                 

গত দু-বছরে কী দেশ, কী রাজ্য, দেখা গেছিল করোনার এই ভয়ঙ্কর ছবি। চিন-সহ একাধিক দেশে করোনার বাড়বাড়ন্ত শুরু হওয়ায়, আশঙ্কা দেখা দিয়েছে, তাহলে কি ফের ফিরে আসবে করোনার দুঃস্বপ্নের সেই দিনগুলো? চিকিৎসকরা বলছেন, সতর্ক থাকতে, করোনাবিধি মেনে চলতে। 

আরও পড়ুন- ‘ভেবেছিলাম করোনা শেষ হয়ে গেছে, আবার তো হচ্ছে, অবস্থা বুঝে ব্যবস্থা’ সতর্কবার্তা মুখ্যমন্ত্রীর

Check out below Health Tools-
Calculate Your Body Mass Index ( BMI )

Calculate The Age Through Age Calculator



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: