‘এই শহর থেকে শুধুই প্রাপ্তি হয়েছে,’ এক্সক্লুসিভ ‘সেরা বাঙালি’ ঊষা উত্থুপ



কলকাতা: ‘কলকাতা কলকাতা ডোন্ট ওরি কলকাতা, আমার কপালে কলকাতা’, এবিপি আনন্দে (ABP Ananda) সঙ্গীতক্ষেত্রে সেরা বাঙালি (Sera Bangali 2022) সম্মান পেয়ে গাইলেন ঊষা উত্থুপ (Usha Uthup)। বললেন শহর তাঁর ঝুলি ভরে দিয়েছে প্রাপ্তিতে, অপ্রাপ্তির ঝুলিটা একেবারেই শূন্য। 

সঙ্গীতক্ষেত্রে সেরা বাঙালি ঊষা উত্থুপ

তিনি পপ ক্যুইন। তিনি ঊষা উত্থুপ। কাঞ্জিভরম শাড়ি, কপালে বড় টিপ, সঙ্গে পায়ে স্নিকার আর কণ্ঠে পপ সঙ্গীত। সাজের এই বৈপরীত্য কি ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত? সঙ্গীতশিল্পীর কথায়, ‘কোনও ভেবেচিন্তে নেওয়া সিদ্ধান্ত নয়। তবে এটুকু আমি বলব, আমি প্রচণ্ড অভিভূত আজ। মানুষ যখন বলছেন ‘সেরা বাঙালি’, খুব গর্ব হয়। কারণ আমি একটা কথা বলি, আপনাদের বেশিরভাগই জন্মসূত্রে বাঙালি, আর আমি নিজের ইচ্ছেশক্তিতে বাঙালি। সেটাই আমাকে ভীষণ আনন্দ দেয়।’

তাঁর কথায়, ‘এর কোনও কিছুই পূর্ব পরিকল্পিত নয়। আমার কর্মজীবন, আমার গান গাওয়া, কিছু পরিকল্পিত ছিল না। কিন্তু আপনাদের সকলের মাঝে, এবিপি-র সঙ্গে, এখানে আমার থাকাটা মনে হয় পরিকল্পিত ছিল। অসংখ্য ধন্যবাদ।’                                                                               

  

 

ঊষা উত্থুপ মানেই, কপালে বড় টিপ, তাতে বাংলা ‘ক’। এই কলকাতাকে আজীবন নিজের সঙ্গে বহন করে চলেছেন শিল্পী। এই শহর তাঁকে অনেক কিছুই দিয়েছে, আর অপ্রাপ্তি? ‘আমার কোনও অপ্রাপ্তি নেই, শুধুই পেয়েছি।’ আর সেই সূত্র ধরেই ঊষা উত্থুপ গেয়ে উঠলেন, ‘কলকাতা, কলকাতা, ডোন্ট ওরি কলকাতা, আমার কপালে কলকাতা।’                                                                             

আরও পড়ুন: Sera Bangali 2022: বাংলা সিনেমা একেবারেই ঠিক জায়গায় আছে, এক্সক্লুসিভ অনির্বাণ ভট্টাচার্য                                                

বিশ্বসেরা বাঙালিদের এবিপি আনন্দর কুর্নিশ। দুই বছর পর ফিরল ‘সেরা বাঙালি’। ২০২২ সালে ১৮ বছরে পা দিল ‘সেরা বাঙালি’। 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: