ঋদ্ধিমান-সুদীপকে বাংলায় ফেরার অনুরোধ করবেন সিএবি-র নতুন প্রেসিডেন্ট স্নেহাশিস


কলকাতা: সিএবি প্রেসিডেন্ট (CAB President) হিসাবে নির্বাচিত হওয়ার দিনই ঋদ্ধিমান সাহা (Wriddhiman Saha) ও সুদীপ চট্টোপাধ্যায়কে (Sudip Chatterjee) বাংলায় ফেরানোর কথা শোনালেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায় (Snehasish Ganguly)।

সোমবার বাইপাসের ধারে একটি হোটেলে সিএবি-র বার্ষিক সাধারণ সভা ছিল। সেখানে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সিএবি প্রেসিডেন্ট হলেন স্নেহাশিস গঙ্গোপাধ্যায়। সহ সভাপতি হলেন অমলেন্দু বিশ্বাস। সিএবি-র নতুন সচিব হলেন নরেশ ওঝা। কোষাধ্যক্ষ হলেন প্রবীর চক্রবর্তী। যুগ্মসচিব থেকে গেলেন দেবব্রত দাস। অ্যাপেক্স কাউন্সিলে রয়েছেন মিন্টু দাস, মহাদেব চক্রবর্তী, দীপক কুমার সিংহ, মহেশ কুমার টেকরিওয়াল, নীরজ কুমার কাজারিয়া, সৃঞ্জয় বসু, কাঞ্চন বন্দ্যোপাধ্যায়, সুশান্ত বন্দ্যোপাধ্যায়, আলিফ পারভেজ, অর্ধেন্দু কুমার ঘোষ ও ড. সুদর্শন বিশ্বাস।

সিএবি-র বার্ষিক সাধারণ সভার আগে বিরোধী শিবির প্রশ্ন তুলেছিল, অপমানিত হয়ে ঋদ্ধিমান, সুদীপের মতো বঙ্গ ক্রিকেটের সম্পদদের কেন বাংলা ছাড়তে হবে? ঋদ্ধি ও সুদীপ, দুজনই বাংলা ছেড়ে এই মরসুমে খেলছেন ত্রিপুরার হয়ে। নবনির্বাচিত সিএবি প্রেসিডেন্ট দায়িত্ব পেয়েই সেই ক্ষতে প্রলেপ দেওয়ার চেষ্টা করলেন। স্নেহাশিস বলেছেন, ‘ঋদ্ধিমান ও সুদীপ, দুজনকেই বাংলায় ফেরার অনুরোধ করব।’                                                                    

স্থানীয় ক্রিকেটে মোট ৫৪ ক্রিকেটারের বিরুদ্ধে ভুয়ো পরিচয়পত্র দিয়ে খেলার অভিযোগ উঠেছে। যে অভিযোগ ওম্বাডসম্যানের কাছে পাঠানো হয়েছে। পরিচয়পত্র ভাঁড়িয়ে খেলা আটকাতে বায়োমেট্রিক চালু করবে সিএবি। পাশাপাশি বিভিন্ন সংস্থায় ক্রিকেটারদের চাকরির সুযোগ করে দিতে অফিস স্পোর্টস লিগ শুরু করার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপেক্স কাউন্সিল।                                                                                           

পাশাপাশি স্থানীয় ক্রিকেট খেলতে হলে ক্রিকেটারদের জন্য করোনার টিকা নেওয়া বাধ্যতামূলক করা হচ্ছে। প্রথম ও দ্বিতীয় ডিভিশন লিগের সূচি আরও দ্রুত শেষ করার লক্ষ্যে দুটি ডিভিশনকে আরও বেশি গ্রুপে ভাঙার সিদ্ধান্ত হয়েছে। সেরা মহিলা ক্রিকেটারদের নিয়ে বেঙ্গল উইমেন্স টি-টোয়েন্টি শুরু করার সিদ্ধান্তও হয়েছে। ক্রিকেটারদের গ্রুমিংয়ের জন্য ব্রিটিশ কাউন্সিলের সঙ্গে চুক্তি করেছে সিএবি। পাশাপাশি কিউরেটরদের জন্য বিশেষ কোর্স আয়োজন করা হবে।

আরও পড়ুন: হোটেলে রুমে ঢুকে ভিডিও আগন্তুকের! ক্ষোভে ফুঁসছেন কোহলি



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: