ইউটিউবে সবচেয়ে বেশি শোনা হয়েছে অলকা ইয়াগনিকের গান, পিছনে ফেললেন আন্তর্জাতিক শিল্পীদের



নয়াদিল্লি: ফের বলিউডের (Bollywood) জয়জয়কার। জনপ্রিয় সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিকের (Bollywood playback Singer Alka Yagnik) মুকুটে নয়া পালক। ২০২২ সালে ইউটিউবে (YouTube) সবচেয়ে শোনা হয়েছে তাঁর গান। পিছনে ফেলেছেন ‘বিটিএস’ (BTS) ও টেইলর স্যুইফটের (Taylor Swift) মতো আন্তর্জাতিক শিল্পীদের। 

ইউটিউবে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া সঙ্গীতশিল্পী অলকা ইয়াগনিক

‘গিনেস বুক অফ ওয়ার্ল্ড রেকর্ডস’ (Guinness Book Of World Records) অনুযায়ী, গোটা বিশ্বজুড়ে ইউটিউবে সবচেয়ে বেশি স্ট্রিম হওয়া শিল্পী হচ্ছেন অলকা ইয়াগনিক। সঙ্গীতশিল্পীর গান ১৫.৩ বিলিয়ন স্ট্রিম রেকর্ড করেছে অর্থাৎ গড়ে প্রত্যেকদিন ৪২ মিলিয়ন স্ট্রিম হয়েছে। ২০২১ ও ২০২০ সালেও এই তালিকায় শীর্ষে ছিলেন বলিউড সঙ্গীতশিল্পীরাই, স্ট্রিম হয়েছিল যথাক্রমে ১৭.৭ বিলিয়ন ও ১৬.৬ বিলিয়ন। 

অলকা ইয়াগনিকের পরেই তালিকায় রয়েছেন ব্যাড বানি ১৪.৭ বিলিয়ন স্ট্রিম সমেত। এছাড়া তালিকায় বাকি তিনজনই ভারতীয় সঙ্গীতশিল্পী, উদিত নারায়ণ (১০.৮ বিলিয়ন), অরিজিৎ সিংহ (১০.৭ বিলিয়ন) ও কুমার শানু (৯.০৯ বিলিয়ন)। এছাড়া ‘বিটিএস’ ও ‘ব্ল্যাকপিঙ্ক’ যথাক্রমে ৭.৯৫ বিলিয়ন ও ৭.০৩ বিলিয়ন স্ট্রিম পেয়েছে। তালিকায় ২৬ নম্বরে রয়েছেন টেইলর স্যুইফট, ৪.৪৪ বিলিয়ন স্ট্রিম সমেত, ড্রেক রয়েছেন ৫০ নম্বরে, ২.৯ বিলিয়ন স্ট্রিম সমেত। 

নব্বইয়ের দশকের প্রথম সারির গায়িকা হলেন অলকা ইয়াগনিক। সেই সময়ের প্রায় প্রত্যেক নায়িকার মুখেই শোনা যেত অলকা ইয়াগনিকের কণ্ঠ। ভারতের একাধিক ভাষায় ৭০০০-এরও বেশি গান গেয়েছেন তিনি, পেয়েছেন একাধিক পুরস্কার ও সম্মান। সেরা গায়িকা হিসেবে পেয়েছেন জাতীয় পুরস্কারও। ‘হম হ্যায় রাহি পেয়ার কে’ ছবির ‘ঘুঙ্ঘট কি আড় সে’ হোক বা ‘তাল’ ছবির ‘তাল সে তাল’ বা ‘লগান’ ছবির ‘ও রে ছোরি’, অলকার কণ্ঠে মজেছে দেশবাসী। 

আরও পড়ুন: Shah Rukh Khan on his Career: ‘জিরো’ ফ্লপ করার পরে বিকল্প পেশার কথা ভাবতাম, রান্না শিখেছিলাম: শাহরুখ খান

এর আগে এক সাক্ষাৎকারে অলকা ইয়াগনিক বলেছিলেন, ‘নেপথ্য গায়িকা হওয়া যতটা সহজ মনে হয়, ততটাও নয়। আপনি একটি চরিত্রের জন্য গান গাইছেন এবং আপনার গানটি অভিনেতার ভাবপ্রকাশ করার ক্ষেত্রে সহজ হতে হবে, তাঁদের পক্ষে কঠিন যেন একেবারেই না হয়। এছাড়া প্রত্যেক কম্পোজারের ভিন্ন কায়দার সঙ্গে নিজেকে মানিয়ে নেওয়াও একটা চ্যালেঞ্জ। তা সত্ত্বেও যখন কোনও কম্পোজার এসে বলেন যে তাঁর কায়দার সঙ্গে একেবার মানানসই লাগছে আপনার কণ্ঠ, তার থেকে আনন্দেরও কিছু হয় না।’

প্রসঙ্গত, অলকা ইয়াগনিককে শেষ দেখা গিয়েছিল, ‘সুপারস্টার সিঙ্গার ২’ রিয়্যালিটি শোয়ে বিচারক হিসেবে। 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: