ইংল্যান্ড জার্সিতে শততম টি-টোয়েন্টি ম্যাচেই অনন্য রেকর্ড গড়লেন বাটলার


ব্রিসবেন: টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রথম দুই ম্যাচে ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার (Jos Buttler) রান পাননি। তাঁর ফর্ম নিয়ে উঠছিল প্রশ্ন। তবে দলের দরকারে নিউজিল্যান্ডের বিরুদ্ধে গুরুত্বপূর্ণ ম্যাচে জ্বলে উঠলেন বাটলার। দুরন্ত অর্ধশতরানে দলকে তো জয় এনে দিলেনই, পাশাপাশি ইংল্যান্ডের হয়ে বিশ ওভারের আন্তর্জাতিক ক্রিকেটে এক অনন্য রেকর্ডও গড়ে ফেললেন বাটলার।

শীর্ষে বাটলার

ইংল্যান্ডের জার্সিতে ইয়ন মর্গ্যানের (Eoin Morgan) পরে মাত্র দ্বিতীয় ক্রিকেটার হিসাবে টি-টোয়েন্টিতে শততম ম্যাচ খেললেন বাটলার। সেই ম্যাচেই ৭৩ রানের ইনিংসে মর্গ্যানেরই এক রেকর্ড ভেঙে দিলেন বাটলার। এতদিন পর্যন্ত ১০৭ ইনিংস (১১৫ ম্যাচ) ২৮.৫৮ গড়ে মর্গ্যানের করা ২৪৫৮ রানই ইংল্যান্ডের হয়ে কোনও ব্যাটারের এই ফর্ম্যাটে সর্বাধিক রান ছিল। তবে বাটলার আজউ নিউজিল্যান্ডের বিরদ্ধে নিজের ইনিংসে মর্গ্যানকে পিছনে ফেলে ইংল্যান্ডের সর্বোচ্চ রানসংগ্রাহক হয়ে গেলেন। বাটলার ৩৩.৮০-র গড়ে ইংল্যান্ডের হয়ে আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে মোট ২৪৬৮ রান করেছেন।

বাটলার, মর্গ্যানের পরে ইংল্যান্ডের হয়ে টি-টোয়েন্টিতে তৃতীয় সর্বাধিক রান করেছেন অ্যালেক্স হেলস। তাঁর দখলে ১৯৪০ রান। হেলসের পরে এই তালিকায় রয়েছেন ডাওয়িড মালান ও জেসন রয়। তাঁরা যথাক্রমে ১৭৪৮ ও ১৫২২ রান করেছেন। প্রসঙ্গত, এদিন বাটলারের ব্যাটে ভর করেই নিউজিল্যান্ডের বিরুদ্ধে ২০ রানের ব্যবধানে সহজ জয় পেল ইংল্যান্ড। ইংল্যান্ড অধিনায়কের ৭৩ ও আরেক ওপেনার অ্যালেক্স হেলসের ৫২ রানে ভর করেই ইংল্যান্ড প্রথম ইনিংসে ছয় উইকেটের বিনিময়ে ১৭৯ রান তোলে। বাটলার, হেলস বাদে লিয়াম লিভিংস্টোন ২০ রানের ইনিংস খেলেন। এছাড়া আর কোনও ইংলিশ ব্যাটারই তেমন রান পাননি। কিউয়িদের হয়ে লকি ফার্গুসন সর্বাধিক দুই উইকেট নিলেও, নিজের নির্ধারিত চার ওভারে তিনি ৪৫ রান খরচ করেন। টিম সাউদি, মিচেল স্যান্টনার ও ইশ সোধি একটি করে উইকেট নেন।

  

জিতল ইংল্যান্ড

জবাবে কিউয়িদের হয়ে গত ম্যাচে শতরান করা গ্লেন ফিলিপ্স (Glenn Phillips) ফের একবার এই ম্যাচে দলকে জয়ের দিকে নিয়ে যাচ্ছিলেন। সুন্দর অর্ধশতরানও করেন তিনি। তবে অপরদিক থেকে কেন উইলিয়ামসন (৪০) বাদে আর কেউই ফিলিপ্সকে তেমন সঙ্গ দিতে পারেননি। তাই ১৫৯ রানেই থেমে যায় কিউয়ি ইনিংস। শেষের দিকে রানের গতি বাড়াতে গিয়ে পর পর নির্দিষ্ট ব্যবধানে উইকেট হারায় নিউজিল্যান্ড। জয় পায় ইংল্যান্ড। ইংল্য়ান্ডের হয়ে স্যাম কারান ও ক্রিস ওকস দুইটি করে উইকেট নেন। মার্ক উড ও বেন স্টোকসের ঝুলিতে একটি করে সাফল্য আসে।

আরও পড়ুন: বাংলাদেশের বিরুদ্ধে মাঠে নামতে পারবেন কার্তিক? স্পষ্ট ইঙ্গিত দিলেন দ্রাবিড়



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: