আহত তামিম, ভারতের বিরুদ্ধে বাংলাদেশকে নেতৃত্ব দেবেন লিটন দাস


ঢাকা: রবিবার থেকে শুরু হতে চলেছে ভারত ও বাংলাদেশের (IND vs BAN) তিন ম্যাচের ওয়ান ডে সিরিজ। সেই সিরিজের আগেই চোটের কারণে ছিটকে গিয়েছেন বাংলাদেশের তারকা ওপেনার তথা অধিনায়ক তামিম ইকবাল। তামিমের বদলে এবার আসন্ন সিরিজের জন্য বাংলাদেশের অধিনায়কও (Bangladesh Captain) ঘোষণা করে দেওয়া হল বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফে। দলের অধিনায়ক হওয়ার সুযোগ পেলেন লিটন কুমার দাস (Litton Kumar Das)।

অধিনায়ক লিটন

আজ শুক্রবারই বাংলাদেশ বোর্ডের তরফে দলের ১৫তম ওয়ান ডে অধিনায়ক হিসাবে লিটন দাসের নাম ঘোষণা করা হয়। এর আগে একবার বাংলাদেশকে মাহমুদুল্লাহের অনুপস্থিতিতে টি-টোয়েন্টিতে নেতৃত্ব দিলেও, এই প্রথমবার দলকে ওয়ান ডেতে নেতৃত্ব দেওয়ার সুযোগ পেলেন লিটন। বাংলাদেশ টেস্ট দলের সহ-অধিনায়ক তিনি। তাই লিটনকে অধিনায়ক হিসাবে নির্বাচিত করার সিদ্ধান্তটা খুব একটা বিস্ময়কর নয়।

বাংলাদেশ বোর্ডের চেয়ারম্যান জালাল ইউনুস এই সিদ্ধান্তের বিষয়ে কথা বলতে গিয়ে জানান, ‘লিটন দলের অভিজ্ঞতম খেলোয়াড়দের মধ্যে একজন এবং ওঁর মধ্যে অধিনায়কত্ব করার গুণ রয়েছে। ওঁর ম্যাচের পরিস্থিতি বুঝে সিদ্ধান্ত নেওয়ার দক্ষতা রয়েছে। এমন এক গুরুত্বপূর্ণ সিরিজে তামিমকে না পাওয়াটা নিঃসন্দেহে বড় ক্ষতি। ওঁর অধীনে বিগত দুই বছরে দল দারুণ ক্রিকেট খেলেছে এবং ওঁ আমাদের সফলতম ব্যাটার, তাই ওঁকে হারানোটা আরও বেশি হতাশাজনক। ওঁকে আমরা মিস করব, তবে আমার মনে হয় লিটন অধিনায়ক হিসাবে ভাল কাজ করবে।’

News Reels

তামিমের চোট

বুধবার (১ ডিসেম্বর) বাংলাদেশের অনুশীলনের এক ওয়ার্ম আপ ম্যাচে কুঁচকিতে চোট পান ৩৩ বছর বয়সি বাংলাদেশি তারকা তামিম। এর ফলেই তিনি ওয়ান ডে সিরিজ থেকে ছিটকে গিয়েছেনই, এমনকী ১৪ ডিসেম্বর থেকে চট্টগ্রামে শুরু হতে চলা ভারত-বাংলাদেশ টেস্ট সিরিজেও তাঁর খেলা নিয়ে যথেষ্ট সন্দেহ রয়েছে। তামিমের চোটের বিষয় কথা বলতে গিয়ে বাংলাদেশ দলের ফিজিও বৈজেদুল ইসলাম খান বলেন, ‘তামিমের ডান কুঁচকিতে চোট লেগেছে, যা এমআরআইয়ের পরে নিশ্চিত করা হয়। আমরা দুই সপ্তাহ ওঁকে নজরে রাখব এবং তার পরেই ওঁর পুনর্বাসন প্রক্রিয়া শুরু হবে। দুর্ভাগ্যবশত এই চোটের ফলে ওঁ ওয়ান ডে সিরিজে তো খেলতে পারবেনই না, টেস্ট সিরিজেও ওঁর খেলা নিয়ে সংশয় রয়েছে।’

আরও পড়ুন: নাইট প্রাক্তনীর ব্যাটে ভর করে ১৪ বছর পর বিজয় হাজারে জিতল সৌরাষ্ট্র



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: