আসছে ‘ড্রিম গার্ল টু’, সিক্যুয়েলে আয়ুষ্মানের বিপরীতে কোন নায়িকা?


মুম্বই: ২০১৯ সালে মুক্তি পায় জনপ্রিয় রোম্যান্টিক কমেডি ছবি ‘ড্রিম গার্ল’ (Dream Girl)। বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানার (Ayushmann Khurrana) অসাধারণ অভিনয়ে মুগ্ধ হয়ে যান দর্শকেরা। ছবিতে আয়ুষ্মানের বিপরীতে দেখা গিয়েছিল নুসরত ভারুচাকে। এবার আসছে ‘ড্রিম গার্ল টু’ (Dream Girl 2)। আর সিক্যুয়েলে হয়েছে নায়িকা বদল। সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে আয়ুষ্মান খুরানা যে টিজার শেয়ার করেছেন, তাতে নায়িকা হিসেবে দেখা যাচ্ছে না নুসরতকে। পরিবর্তে সেখানে এসেছেন আর এক বলি নায়িকা। আন্দাজ করতে পারছেন, এবার আয়ুষ্মানের বিপরীতে কাকে দেখতে চলেছেন?

‘ড্রিম গার্ল টু’-তে নুসরত ভারুচার পরিবর্তে অন্য নায়িকা-

সদ্যই বলিউড অভিনেতা আয়ুষ্মান খুরানা তাঁর সোশ্যাল মিডিয়া হ্যান্ডলে ‘ড্রিম গার্ল টু’-এর টিজার পোস্ট করেছেন। সেখানেই দেখা পাওয়া যাচ্ছে সিক্যুয়েলের নতুন নায়িকার। তিনি আর কেউ নন, এই মুহূর্তে বলিউডে চুটিয়ে কাজ করা অনন্যা পাণ্ডে (Ananya Panday)। আয়ুষ্মান খুরানার বিপরীতে এই ছবিতে দেখা যাবে তাঁকেই। এদিন অভিনেতা টিজার পোস্ট করে লিখেছেন, ‘আপনাদের ‘ড্রিম গার্ল’ ফের আসছেয দেখা করুণ পূজার সঙ্গে ২৯ জুন ২০২৩ ইদের দিন। ড্রিম গার্ল মুক্তি পাবে আগামী বছর ২৯ জুন।’

আরও পড়ুন – Aryan Khan: অনুরাগীর কাছ থেকে গোলাপ পেয়ে এ কী করলেন শাহরুখ পুত্র!

প্রসঙ্গত, বলি নায়ক আয়ুষ্মান খুরানার অভিনয় দক্ষতা প্রশংসিত হয় বহু মহলে। কলেজ জীবনে বছর পাঁচেক থিয়েটারে চুটিয়ে অভিনয় করেছেন আয়ুষ্মান খুরানা। বেশ কিছু থিয়েটার গ্রুপের ফাউন্ডার মেম্বারও তিনি। কিছুদিন আগে বিশ্ব থিয়েটার দিবসে অভিনেতা জানালেন যে, তাঁর অভিনয় শুরু হয়েছিল পথনাটিকা দিয়ে। আর সেই সমস্ত পথনাটিকার মাধ্যমেই তিনি অনেক বেশি আত্মবিশ্বাসী হয়ে ওঠেন অভিনয়ের ক্ষেত্রে। এক সাক্ষাৎকারে আয়ুষ্মান খুরানা বলেন, ‘পথনাটিকা আমার আত্মবিশ্বাসটাকে আরও বাড়িয়ে দিয়েছে। আমি যে মানুষকে বিনোদন দিতে পারি, সেই বিশ্বাসটা আমার মধ্যে এসেছে পথনাটিকার মাধ্যমে। ভয়হীনভাবে পারফর্ম করার ক্ষেত্রে পথনাটিকা আমাকে অনেক বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে।’ তিনি আরও বলেন, ‘থিয়েটার থেকে অনেক অনেক কিছু শিখেছি। থিয়েটার আমার অভিনয়ের ভয় ভাঙিয়েছে। আমাকে মানুষকে বিনোদন দিতে শিখিয়েছে। কীভাবে দর্শকের সঙ্গে একাত্ম হতে হয়, তা আমাকে শিখিয়েছে থিয়েটার। কী ধরনের চরিত্র আমি নিজের জন্য বেছে নেব, তার ধারণাটাও আমার এসেছে এই থিয়েটার থেকেই। থিয়েটারের প্রতি আমার যে সম্মান আর শ্রদ্ধা তা বলে শেষ করা যাবে না। যখনই আমি সুযোগ পাই চেষ্টা করি সেরা পারফরম্যান্সগুলো দেখে শেখার।’



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: