আশা নেই আর, টাইটানিক পথে টাইটানও? ধ্বংসাবশেষ মেলার ইঙ্গিত


Titanic Expedition: সমুদ্রের গভীর নিখোঁজ হয়েছে আস্ত একটা ডুবোজাহাজ। রয়েছেন পাঁচজন যাত্রীও। তন্নতন্ন করে চলছে তল্লাশি। কার্যত খুঁড়ে ফেলা হচ্ছে সমুদ্রের তলদেশ। এরই মধ্যে মার্কিন উপকূলরক্ষী বাহিনীর তরফে জানানো হয়েছে টাইটানিকের কাছে যেখানে তল্লাশি অভিযান চালানো হচ্ছিল সেখানে একটি ডেব্রিস ফিল্ড খুঁজে পাওয়া গিয়েছে। অর্থাৎ কিছুটা এলাকা জুড়ে ছড়িয়ে রয়েছে ধ্বংসাবশেষ। তবে এই ডেব্রিস ফিল্ড বা ধ্বংসাবশেষ হারিয়ে যাওয়া ডুবোজাহাজেরই কিনা সেই প্রসঙ্গে নিশ্চিত ভাবে কিছু জানা যায়নি এখনও।

 

 

টাইটানিকের কাছে ‘ডেব্রিস ফিল্ডে’ কী কী খুঁজে পাওয়া গিয়েছে, সেই সম্পর্কে বিশদে আলোচনা করার জন্য ব্রিটেনের স্থানীয় সময় অনুসারে আজ রাত ৮টায় একটি কনফারেন্সের আয়োজন করা হয়েছে। একটি remotely operated vehicle যা হরাইজন আর্কটিক সমুদ্রের তলদেশে পাঠিয়েছিল তল্লাশি অভিযান চালানোর জন্য, তার মাধ্যমে এই ডেব্রিস ফিল্ডের খোঁজ পাওয়া গিয়েছে। জানা গিয়েছে, এই হরাইজন আর্কটিক হল একটি কানাডিয়ান ভেসেল। এর সাহায্যেই জলের নীচে ওই আরওভি পাঠানো হয়েছিল। এই আরওভি- র মধ্যে রয়েছে ক্যামেরা এবং সোনার। সমুদ্রগর্ভে সফলভাবে পৌঁছতে পেরেছিল এই আরওভি। 

 

 





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: