আলোকসজ্জা, বিলবোর্ডে ছয়লাপ রাজধানী ; কী গুরুত্ব G20 সম্মেলনের ? কীভাবে কাজ এই গোষ্ঠীর ?



<p><strong>নয়াদিল্লি :</strong> সেজে উঠছে দেশের রাজধানী। চারিদিক আলোকমালা, বিলবোর্ডে ছয়লাপ। শহরের কেন্দ্রবিন্দু কনোট প্লেসে ও জমকালো দক্ষিণ দিল্লিতে যানবাহনের গতিও এখন ধীর। ঝরনা রূপে বসানো হয়েছে শিবলিঙ্গ। প্রতি সরু অলি-গলি-রাস্তাতেও সাজসাজ রব। আলকোজ্জ্বল দিল্লি। সৌজন্যে G20 সম্মেলন। ইতিহাসে এই প্রথমবার ২০ দেশের গোষ্ঠী যা প্রচলিত কথায় G20 নামে পরিচিত, তার সম্মেলনে আয়োজনের ভার ন্যস্ত হয়েছে ভারতের কাঁধে। অর্থাৎ, G20 সম্মেলনের আয়োজক দেশ এবার ভারত।&nbsp;</p>
<p><strong>ভারত ছাড়াও আর কোন কোন দেশ রয়েছে এই গ্রুপে ?</strong></p>
<p>ভারত ছাড়াও G20-তে অন্তর্ভুক্ত দেশগুলি হল- <a title="আর্জেন্তিনা" href="https://bengali.abplive.com/topic/argentina" data-type="interlinkingkeywords">আর্জেন্তিনা</a>, অস্ট্রেলিয়া, <a title="ব্রাজিল" href="https://bengali.abplive.com/topic/brazil" data-type="interlinkingkeywords">ব্রাজিল</a>, কানাডা, চিন, ফ্রান্স, জার্মানি, ইন্দোনেশিয়া, ইতালি, জাপান, দ্য রিপাবলিক অফ কোরিয়া, মেক্সিকো, রাশিয়া,সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা, তুরস্ক, ইংল্যান্ড, আমেরিকা ও ইউরোপিয় ইউনিয়ন। এই মুহূর্তে তাবড় এই দেশগুলিকে নিয়ে আয়োজিত সম্মেলনের প্রস্তুতি প্রায় শেষ পর্যায়ে। তবে, দিল্লির সৌন্দর্যায়নের কৃতিত্ব নিচ্ছে কেন্দ্র এবং দিল্লির আম আদমি পার্টির সরকার।</p>
<p><strong>G20 কী, এর গুরুত্ব কোথায় ?</strong></p>
<p>এই গোষ্ঠীভুক্ত দেশগুলি আন্তর্জাতিক স্তরে আর্থিক সহযোগিতার প্রধান ফোরাম। আন্তর্জাতিক স্তরে সমস্ত গুরুত্বপূর্ণ আর্থিক বিষয়ে বিশ্বজুড়ে মজবুত ভীত তৈরি ও প্রশাসনিক বিষয়ের দেখভাল করার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে থাকে G20।</p>
<p><strong>কখন G20 গঠন করা হয়েছিল ?</strong></p>
<p>এশিয়ায় আর্থিক সঙ্কটের সময় ১৯৯৯ সালে G20 গঠন করা হয়েছিল। সেই সময় বিশ্বজুড়ে আর্থিক বিষয় এবং অর্থনীতি নিয়ে অর্থমন্ত্রী ও সেন্ট্রাল ব্যাঙ্কের গভর্নরদের মধ্যে আলোচনার ফোরাম তৈরি করা হয়েছিল। G20-র অন্তর্ভুক্ত দেশগুলি বিশ্ব অর্থনীতিতে GDP-র ৮৫ শতাংশ অবদান রাখে। বিশ্ববাণিজ্যের দখল রয়েছে ৭৫ শতাংশের বেশি। এছাড়া বিশ্বের দুই-তৃতীয়াংশ জনসংখ্যাই এই দেশগুলির। কাজেই, এর গুরুত্ব যে অপরিসীম তা বলাইবাহুল্য।</p>
<p><strong>কীভাবে কাজ করে G20 ?</strong></p>
<p>সভাপতিত্ব করা দেশ আগামী ১ বছরের জন্য G20 কর্মসূচির হাল ধরে এবং সম্মেলনের আয়োজন করে। ২০২২সালের ১ ডিসেম্বর G20-র সভাপতিত্বের দায়িত্ব পায় ভারত। ভারত এবার এর দায়ভার তুলে দিয়েছে ব্রাজিলের ঘাড়ে। ভারতের আগে, G20 সম্মেলনের সভাপতিত্বের দায়িত্ব পেয়েছিল ইন্দোনেশিয়া।</p>
<p><strong>ভারতে G20 সম্মেলন কবে-কোথায় ?</strong></p>
<p>এবার G20 সম্মেলন বসছে দিল্লিতে। দুই দিন ধরে তা চলবে। সেপ্টেম্বরের ৯ ও ১০ তারিখে। দুই দিনের এই সম্মেলনে বিশ্বের ৪০টি দেশের রাষ্ট্রনেতা ও প্রতিনিধিরা উপস্থিত থাকবেন। ২০ সদস্য দেশ ছাড়াও। প্রগতি ময়দানে ভারত মণ্ডপম কনভেনশন সেন্টারে এর আয়োজন করা হয়েছে। &nbsp;</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: