‘আর আর আর’-এর মুকুটে নয়া পালক, নিউ ইয়র্কে সেরা পরিচালকের সম্মান পেলেন রাজামৌলি


নয়াদিল্লি: তারকা পরিচালক এস এস রাজামৌলির (SS Rajamouli) ‘আর আর আর’ (RRR) ছবির খ্যাতি দেশের গণ্ডি ছাড়িয়ে বিদেশে। এবার এই ছবির মুকুটে নয়া পালক। ‘আর আর আর’ ছবির জন্য নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল-এ (New York Film Critics Circle) সেরা পরিচালকের (Best Director) তকমা পেলেন রাজামৌলি।

নিউ ইয়র্কে সেরা পরিচালক রাজামৌলি

বিখ্যাত ট্রেড বিশেষজ্ঞ রমেশ বালা ট্যুইট করে সুখবর দেন। তিনি লেখেন, ‘পরিচালক এস এস রাজামৌলি সেরা পরিচালকের সম্মান জিতলেন আর আর আর ছবির জন্য নিউ ইয়র্ক ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ডসে। বড় সম্মান। শুভেচ্ছা।’                                                                                                    

News Reels

 

নিউ ইয়র্ক ফিল্ম ক্রিটিক্স সার্কেল অ্যাওয়ার্ড অত্যন্ত সম্মানীয় কারণ এখানে বিজয়ীদের নাম ঠিক করে হলিউডের সম্মানিত চলচ্চিত্র সমালোচকদের একটি প্যানেল। এই প্যানেলের সদস্যরা ১৯৩৫ সালে সংগঠনের প্রতিষ্ঠা হওয়া থেকে বিভিন্ন সংবাদপত্র, পিরিওডিকল এবং ওয়েবসাইটে কাজ করেছেন। জানুয়ারি মাসের শুরুর দিকে এই সংস্থার তরফে একটি অনুষ্ঠানের আয়োজন করা হবে যেখানে পুরস্কার তুলে দেওয়া হবে বিজয়ীদের হাতে।                                                               

গোটা বিশ্বের প্রেক্ষাগৃহে ‘আর আর আর’ ১০০০ কোটি টাকার ব্যবসা করেছে। সম্প্রতি এই ছবি টিসিএল চাইনিজ থিয়েটারে প্রদর্শিত হয়। সেখানেও প্রবলভাবে প্রশংসিত হয়েছে এই ছবি। এছাড়া রাম চরণ এবং জুনিয়র এনটিআর অভিনীত ছবিটি বছরের দ্বিতীয় সেরা ছবি হিসেবে হলিউড ক্রিটিকস অ্যাসোসিয়েশন পুরস্কারও জিতেছে।

আরও পড়ুন: ‘Pushpa’: ‘পুষ্পা’ ঝড় অব্যাহত রাশিয়াতেও! ‘সামি’ গানে পা মেলালেন রুশ তরুণীরা, ভাইরাল ভিডিও

দুই বাস্তব নায়ক এবং সুপরিচিত বিপ্লবী, আল্লুরী সীতারামা রাজু এবং কোমারাম ভীমের জীবনের উপর ভিত্তি করে, ‘আর আর আর’ একটি কাল্পনিক গল্প যা ১৯২০ সালের প্রাক-স্বাধীনতা যুগের প্রেক্ষাপটে তৈরি। জুনিয়র এনটিআর ছবিতে ভীমের চরিত্রে ও রাম চরণ সীতারামার চরিত্রে অভিনয় করেন।





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: