আর্থিক তছরুপের মামলায় তলব, কালো হুডি, মাস্কে মুখ ঢেকে ৫ ঘণ্টা দিল্লি পুলিশের কাছে নোরা ফতেহি


মুম্বই: জ্যাকলিন ফার্নান্ডেজ (Jacqueline Fernandez)-এর পরে এবার নোরা ফতেহি (Nora Fatehi)। ২০০ কোটি টাকা আর্থিক তছরুপের মামলায় নোরাকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ (Delhi Police)। ৫ ঘণ্টা ধরে জিজ্ঞাসাবাদ চলেছে নোরার। 

দিল্লি পুলিশের ইকোনমিক উইং (EOW)-এ গিয়ে এদিন হাজিরা দিতে হয় নোরাকে। পিঙ্কি ইরানির সঙ্গে জিজ্ঞাসাবাদের কথা বলে ডাকা হয়েছিল তাঁকে। এদিন লম্বা কাটো হুডিতে মুখ ঢেকে হাজির হয়েছিলেন নোরা। মুখে ছিল কালো মাস্কও। ৫ ঘণ্টা ধরে চলে জিজ্ঞাসাবাদ। 

সংবাদসংস্থা এএনআই সূত্রে খবর, ২০০ কোটি টাকা আর্থিক তছরুপ মামলায় হাজিরা দেওয়ার জন্য জ্যাকলিনকে নতুন করে সমন পাঠিয়েছিল দিল্লি পুলিশ। সেই সমন অনুযায়ী জ্যাকলিনকে ১৪ সেপ্টেম্বর হাজিরার নির্দেশ দেওয়া হয়েছিল। অর্থাৎ শেষ সমনে হাজিরা দেওয়ার জন্য বলি সুন্দরীকে মাত্র ১ দিন সময় দিয়েছিল দিল্লি পুলিশ। সূত্রের খবর, এর আগে দিল্লি পুলিশ সোমবার হাজিরা দিতে বলেছিল জ্যাকলিনকে। এর আগেও একাধিকবার জ্যাকলিনকে হাজিরা দেওয়ার কথা বলা হয়। কিন্তু নিজের বিভিন্ন কাজের কথা জানিয়ে হাজিরার দিন পিছনোর অনুরোধ করেছিলেন জ্যাকলিন। সোমবারও তিনি উপস্থিত না হওয়ায় তাঁকে ফের সমন পাঠায় দিল্লি পুলিশ। সেই সমন অনুযায়ী গতকাল হাজির হয়েছিলেন জ্যাকলিন। 

আরও পড়ুন: Ballavpurer Rupkotha: ১৭ তারিখ টিজারেই সামনে আসবে ‘অনির্বাণের বল্লভপুরের রূপকথা’? অপেক্ষায় দর্শকেরা

আজ জেলবন্দি জালিয়াত সুকেশ চন্দ্রশেখরের সঙ্গে নোরার সরাসরি যোগাযোগ ছিল এই মর্মে তাঁকে জিজ্ঞাসাবাদ করেছে দিল্লি পুলিশ। ইকোনমিক উইং-এর বিশেষ কমিশনার রবীন্দ্র যাদব এএনআই-কে জানিয়েছেন, তদন্তে সাহায্য করেছেন নোরা। কিন্তু কিছু কিছু প্রশ্নের উত্তরে নোরা চুপ করে ছিলেন, কোনও উত্তর দেননি।

 



চেন্নাই নিবাসী সুকেশ চন্দ্রশেখরের বিরুদ্ধে মামলা করেছিলেন দিল্লির এক ব্যবসায়ী। তাঁর অভিযোগ ছিল, এক বছরে তাঁর থেকে ২০০ কোটি টাকা প্রতারণা করেছে সুকেশ চন্দ্রশেখর। সেই মামলাতে ডেকে পাঠানো হয়েছিল অভিনেত্রী জ্যাকলিন ফার্নান্ডেজকে। ৩০ অগাস্ট ইডির দফতরে প্রায় ৫ ঘণ্টার ম্যারাথন জিজ্ঞাসাবাদ করা হয়েছিল জ্যাকলিনকে। জ্যাকলিনের সঙ্গে কথা বলে ইডি-র হাতে আসে বহু জরুরি তথ্য । 





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: