আমেরিকায় পৌঁছেই মেয়েকে আদর প্রিয়ঙ্কার, উত্তরপ্রদেশের নারী নিরাপত্তা নিয়ে মন্তব্যে বিতর্কের ঝড়


লস অ্যাঞ্জেলস: তিনি ভারতে এসেছিলেন। এসেছিলেন মাত্র এক সপ্তাহের জন্য। তারপরই আমেরিকার লস অ্যাঞ্জেলসের বাড়িতে ফিরেছেন প্রিয়ঙ্কা চোপড়া (Priyanka Chopra)। আর বাড়ি ফিরেই মেয়ে মালতীকে আদরে ভাসালেন। কার্পেটের ওপরই শুয়ে পড়লেন প্রিয়ঙ্কা। কোলে তুলে নিলেন ছোট্ট মেয়েকে। কার্পেটেই আধশোয়া হয়ে মা ও মেয়ের এই দৃশ্য উপভোগ করলেন নিক জোনাস (Nick Jonas)।

প্রিয়ঙ্কা নিজেই সোশ্যাল মিডিয়ায় সেই ছবি পোস্ট করেছেন। সঙ্গে লিখেছেন, ‘হোম’। বোঝাতে চেয়েছেন, মেয়ের কাছে, নিজের বাড়িতে ফিরতে পেরে আপ্লুত তিনি। প্রিয়ঙ্কার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে।
এরই মাঝে অবশ্য বিতর্ক চলছে উত্তরপ্রদেশের নারী নিরাপত্তা নিয়ে তাঁর মন্তব্যকে ঘিরে। কয়েকদিন আগেই উত্তরপ্রদেশে গিয়েছিলেন প্রিয়ঙ্কা। নারীসুরক্ষার জন্য যোগীরাজ্যের প্রশংসাও করেছিলেন। তবে পুলিশের সঙ্গে তাঁর কথোপকথনের একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে প্রিয়ঙ্কাকে বলতে শোনা গিয়েছে, ‘উত্তরপ্রদেশে মেয়েরা সন্ধে ৭টার পর বেরতে ভয় পায়।’

উত্তরপ্রদেশের বেশ কয়েকটি ভিডিও শেয়ার করেছেন অভিনেত্রী। সেখানেই তাঁকে দেখা গিয়েছে রাজ্যের নারীসুরক্ষা নিয়ে মহিলা পুলিশদের সঙ্গে কথা বলতে। প্রিয়ঙ্কা বলেছেন, ‘আপনি আমাকে একটা কথা বলুন, মানে উত্তরপ্রদেশের মতো একটা রাজ্যে, যেখানে আমিও লখনউতে বড় হয়েছি, মেয়েদের সবসময়ে সন্ধে ৭টার পর একটা ভয় কাজ করত।’

আরও পড়ুন:Unknown Stories of Ballabhpurer Rupkotha Shooting: শৌচালয়ে কেউ নেই, ভিতর থেকে দরজা বন্ধ করেছিল কে?

Reels

ভিডিওতে প্রিয়ঙ্কাকে উইমেন পাওয়ার লাইনের সুবিধে নিয়েও কথা বলতে শোনা গিয়েছে। উত্তরপ্রদেশের কোনও মহিলা বিপদে পড়লেই নির্দিষ্ট হেল্পলাইনে ফোন করে সাহায্য চাইতে পারেন। সেই কথা উল্লেখ করেই প্রিয়ঙ্কা বলেন, মহিলাদের সুরক্ষা, নিরাপত্তা সবথেকে আগে দরকার। এখনও অনেক কাজ বাকি, যেগুলো করতে হবে। এবং খুব প্রাথমিক স্তর থেকেই শুরু করা প্রয়োজন।

তবে সমালোচনার শিকারও হয়েছেন দেশি গার্ল। অনেকেই সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ভারতে অতিথি হয়ে আসেন প্রিয়ঙ্কা। তাঁর এ দেশের সঙ্গে যোগাযোগ কমেছে। তাই প্রকৃত পরিস্থিতি না জেনে এমন মন্তব্য করা উচিত হয়নি বলে প্রিয়ঙ্কাকে কাঠগড়ায় তুলেছেন অনেকে।

 






Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: