আমির খানের দিকে মারাত্মক অভিযোগের আঙুল তুললেন কঙ্গনা রানাউত


মুম্বই: বলিউডে কাজ করলেও ইন্ডাস্ট্রির অনেকের সঙ্গেই সম্পর্ক খুব একটা মধুর নয় কঙ্গনা রানাউতের (Kangana Ranaut)। কর্ণ জোহর থেকে মহেশ ভট্ট কিংবা আরও বেশ কিছু নাম থাকবে এই তালিকায়। নানা সময়ে নেপোটিজম বিতর্কে কর্ণর দিকে আঙুল তুলতে দেখা গিয়েছে তাঁকে। আর এবার অভিনেত্রীর অভিযোগের আঙুল সরাসরি উঠল আমির খানের (Aamir Khan) দিকে? কী বললেন বলিউডের ‘কুইন’?

আমির খানকে কোন বিষয়ে দায়ী করলেন কঙ্গনা?

সম্প্রতি এক সাক্ষাতকারে বলিউড অভিনেত্রী কঙ্গনা রানাউত সরাসরি আমির খানকে দায়ী করেছেন ‘লাল সিং চাড্ডা’ ছবির ব্যর্থতার জন্য। তিনি জানিয়েছেন যে, আমির খান ভারতীয় হিসেবে লজ্জিত অনুভব করেন এবং তার কারণেই মূলত এই কারণেই বক্স অফিসে ব্যর্থ হয়েছে ‘লাল সিং চাড্ডা’। কঙ্গনা বলেন, ‘বিশ্বের সামনে আমির খান বলেছেন যে, আমাদের দেশে তিনি থাকতে পারছেন না। যা সারা বিশ্বের কাছে আমাদের অসম্মানিত করেছে। আমার মান সম্মান ধুলোয় মিশিয়ে দিয়েছে। এটা ওঁর ব্যক্তিগত সমস্যা হতে পারে। ভারতীয় হিসেবে আপনি লজ্জা পান। আপনি একজন বিরক্তিকর মানুষ।’

আরও পড়ুন – Samantha Ruth Prabhu: ‘একটা দিনও সহ্য করতে পারছি না’, জটিল রোগে আক্রান্ত সামান্থা প্রভু

প্রসঙ্গত, নানা সময়েই নানা বিষয়ে বিতর্কিত মন্তব্য করে চর্চায় থাকেন কঙ্গনা রানাউত। ‘ব্রহ্মাস্ত্র’ মুক্তির আগেও তেমনই বক্তব্য পেশ করেন তিনি। কঙ্গনা রানাউত তাঁর ইনস্টাগ্রাম স্টোরিতে নিশানা করেছেন ছবির প্রযোজক কর্ণ জোহরকেও (Karan Johar)। অভিনেত্রী লেখেন, ‘কর্ণ জোহরের মতো মানুষদের তাঁদের কার্যকলাপের জন্য প্রশ্নের সম্মুখীন হওয়া উচিত। তিনি নিজের ছবির চিত্রনাট্যের থেকে বেশি অন্য লোকের যৌনজীবনে বেশি উৎসাহী। তিনি নিজেই সমস্ত রিভিউ, স্টার, কালেকশন নম্বর, টিকিট নিজেই কিনে নেন। এবার তিনি হিন্দুধর্ম ও দক্ষিণী তরঙ্গে গা ভাসানোর চেষ্টা করলেন।’ এরপর তিনি অভিযোগ করেন যে কর্ণ জোহর দক্ষিণের অভিনেতা ও পরিচালকদের কাছে ‘ব্রহ্মাস্ত্র’ প্রচার করার জন্য কাকুতিমিনতি করেছেন। কর্ণ জোহরের বিরুদ্ধে ক্ষোভ উগড়ে দিয়েই থামেননি কঙ্গনা। তিনি পরিচালক অয়ন মুখোপাধ্যায়কে কটাক্ষ করে বলেন, ‘যাঁরা বলেছিলেন যে অয়ন মুখোপাধ্যায় জিনিয়াস, তাঁদের প্রত্যেকের জেল হওয়া উচিত এখনই। ১২ বছর লাগিয়ে দিলেন তিনি এই ছবি তৈরি করতে, ১৪ ডিওপিতে সরিয়ে, ৪০০ দিন ধরে শ্যুট করে, ৮৫ সহ পরিচালক বদলে, ৬০০ কোটি পুড়িয়ে ছাই করেছেন। এছাড়া শেষ মুহূর্তে ছবির নাম জালালউদ্দিন রুমি থেকে বদলে ব্রহ্মাস্ত্র রেখে তিনি ধর্মীয় ভাবাবেগেও আঘাত হেনেছেন।’



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: