‘আমরা ১০০ বছর পিছিয়ে আছি’, ভারতের ‘চন্দ্রজয়ে’ প্রতিক্রিয়া আম পাকিস্তানির


কলকাতা: ‘আমরা ১০০ বছর পিছিয়ে আছি…১০০ বছর পর হয়তো আমাদের কোনও উপগ্রহ চাঁদে…সেই আশাও তেমন নেই’, দৃপ্ত চোখেমুখে হতাশার ছবি স্পষ্ট পাকিস্তানি যুবকের। পড়শি ভারত চাঁদের দক্ষিণ মেরুতে সফলভাবে চন্দ্রযান-৩ (Chandrayaan 3) অবতরণ করিয়ে তামাম বিশ্বের সম্ভ্রম আদায় করেছে। দেখে একই সঙ্গে মুগ্ধ ও হতাশ পাকিস্তানের (Pakistan) সাধারণ মানুষ। বললেন, ‘আমাদের জমিটাই নড়বড়ে, চাঁদে পৌঁছব কী করে?’ হাসির আড়ালেও ঢাকছে না হতাশা। 

কী বলছেন আম পাকিস্তানি?
সে দেশের আর এক বাসিন্দার কথায়, ‘সরকার যত দিন পর্যন্ত স্থিতিশীল না হচ্ছে, তত দিন এসব হওয়া অনেক দূরের কথা।’ আর এক জনের আবার বক্তব্য, ‘মানুষের ন্যূনতম প্রয়োজন আগে মেটানো হোক, তার পর তো উপগ্রহ ইত্যাদির কথা ভাবা যাবে।…পাকিস্তান এখন অত্যন্ত গরিব। এতটাই দারিদ্র্য যে মানুষ এখানে মারা যাচ্ছেন।’ শুধু যুবক নন, পাকিস্তানের প্রবীণ সম্প্রদায়ও খানিক এক মত। তাঁদেরই এক জন যেমন বললেন,’ভারতে যারাই ক্ষমতায় আসে, তারা দেশের জন্য ভাবে। আর আমাদের এখানে যারা ক্ষমতায় আসে, তারা নিজেদের জন্য ভাবে। নিজেদের পরিবারের কথা ভাবে।’ মাঝবয়সী এক পোশাক ব্যবসায়ী আবার বলে দিলেন, ‘কেউ কোনও ব্যাপারে খোঁজখবর রাখে না। দিনের পর দিন শুধু গরিবি বাড়ছে। প্রযুক্তি বা অন্য যে কোনও ধরনের উন্নতির কথা বাদ দিন, ভারতের সঙ্গে আমাদের কোনও তুলনা হওয়া সম্ভবই নয়। কারণ ভারত আমাদের থেকে অনেক এগিয়ে।’ 
ঘটনা হল, এই মুহূর্তে তীব্র অর্থসঙ্কটে ভুগছে পাকিস্তান। গত এপ্রিলে পাক সরকার কর আদায়ের হার ৪৫ শতাংশ করে দেয় যাতে সাধারণ জনতার ভোগান্তি ভয়ঙ্কর হয়ে ওঠে। দারিদ্র চরমে, ঋণভারে জর্জরিত এই দেশে বড় সমস্যা রাজনৈতিক ডামাডোল। প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খান ক্ষমতা থেকে সরার পর তীব্র অশান্তি চলছে দেশে। নির্বাচন ঘিরেও তুমুল টানাপোড়েন। সব মিলিয়ে তুঙ্গে রাজনৈতিক অস্থিরতা যা দেশের আর্থিক সঙ্কট আরও বাড়িয়েছে। চলতি মাসের কোষাগার থেকে বহুমূল্য উপহার হস্তগত করার অভিযোগে মামলায় তিন বছরের সাজা হয় পাকিস্তানের প্রাক্তন প্রধানমন্ত্রী ইমরান খানের। শুধু উপহার হস্তগত করাই নয়, কোষাগার থেকে বহুমূল্য জিনিসপত্র তিনি বিক্রি করে তিনি কোটি কোটি টাকা হাতিয়েছেন বলেও অভিযোগ ওঠে। দেশের এমন পরিস্থিতিতে পড়শি ভারতের মহাকাশ গবেষণায় দুরন্ত সাফল্যে মুগ্ধ হয়েছেন পাকিস্তানের সাধারণ মানুষ। তবে একই সঙ্গে তাঁদের মত, এবার সময় ‘বেঁধে বেঁধে’ থাকার। তবে হয়তো, কোনও এক সময়ে পাকিস্তানও এই সাফল্যের স্বাদ পেতে পারবে, আশা তাঁদের।

 

আরও পড়ুন:কয়েক দশকের পরিশ্রমের ফল, সাফল্যের কৃতিত্ব বিজ্ঞানীদের, ISRO-কে অভিনন্দন রাহুলের

 



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: