আফগানিস্তানের বিরুদ্ধে দাপুটে জয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ইংল্যান্ড



<p><strong>পারথ:</strong> টি-টোয়েন্টি বিশ্বকাপের (T20 World Cup) সুপার ১২ পর্বের প্রথমদিনের দ্বিতীয় ম্যাচে আফগানিস্তানের বিরুদ্ধে সহজ জয় পেল ইংল্যান্ড (ENG vs AFG)। মাত্র ১১৩ রান তাড়া করতে নেমে পাঁচ উইকেট ও ১১ বল হাতে রেখেই ম্যাচ জিতে নিল জস বাটলারের দল। ইংল্যান্ডের হয়ে লিয়াম লিভিংস্টোন সর্বোচ্চ ২৯ রান করলেও, দলের জয়ের প্রধান ভূমিকা নেন স্যাম কারান (Sam Curran)। তিনিই পাঁচ উইকেট নিয়ে দলের জয়ের ভিত গড়েন।</p>
<p><strong>প্রথম ইনিংস</strong></p>
<p>এদিন টসে জিতে প্রথমে বোলিংয়ের সিদ্ধান্ত নেন ইংল্যান্ড অধিনায়ক জস বাটলার। আফগান ওপেনাররা কেউই বড় রান করতে পারেননি। রহমানুল্লাহ গুরবাজ ১০ ও হজরতুল্লাহ জাজাই ৭ রানেই আউট হন। ইব্রাহিম জাদরান তিন নম্বরে ব্যাট করতে নেমে আফগান ইনিংসকে স্থিরতা প্রদান করার চেষ্টা করেন। তবে তিনিও ৩২ বলে ৩২ রান করেই আউট হন। রানের গতি বাড়াতে ব্যর্থ হন জাদরান। উসমান ঘানিও সমসংখ্যক বলে ৩০ রান করে। এরপরেই আফগানিস্তানের ব্যাটিংয়ে ধস নামে। এদিন সম্পূর্ণ ব্যর্থ আফগানদের লোয়ার মিডল অর্ডার।</p>
<p>অধিনায়ক মহম্মদ নবি মাত্র তিন রান করে সাজঘরে ফেরেন। ছয় নম্বর থেকে ১১ নম্বরে ব্যাটে নামা কোনও আফগান তারকাও দুই অঙ্কের রান করতে পারেননি। স্যাম কারান ও মার্ক উডের দাপটে পর পর উইকেট হারায় আফগানিস্তান। মাত্র ২১ রানে আফগানিস্তানের শেষ ছয় উইকেট পড়ে। স্যাম কারান মাত্র ১০ রানে পাঁচ উইকেট নেন। বেন স্টোকস ও উড উভয়েই দুইটি করে উইকেট নেন। ১১২ রানেই শেষ হয়ে যায় আফগানিস্তানের ইনিংস।&nbsp;</p>
<p><strong>ভাল বোলিংয়েও জয় অধরা</strong></p>
<p>ইংল্যান্ডের সামনে লক্ষ্য একেবারেই খুব একটা বড় ছিল না। ইংল্যান্ড ওপেনাররাও তাই একটু বুঝেশুনে কিছুটা মন্থরভাবে নিজেদের ইনিংসটা শুরু করেন। তবে বাটলার (১৮) বা অ্যালেক্স হেলস (১৯) কেউই বড় রান করতে পারেননি। ডেভিড মালানও ১৮ রান করতে ৩০ বল খরচ করেন। ১৯ রানের মধ্যে তিন উইকেট হারিয়ে ইংল্যান্ড এক সময় একটু চাপেই পড়ে গিয়েছিল। তবে লিভিংস্টোন শেষ পর্যন্ত টিকে থেকে ইংল্যান্ডের জয় সুনিশ্চিত করেন। আফগানিস্তানের হয় মহম্মদ নবি, রশিদ খানরা কৃপণ বোলিং করেন, একটি করে উইকেটও নেন। তবে দলকে জয় এনে দিতে পারলেন না তাঁরা।</p>



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: