আগের ম্যাচের নায়ক পরের টেস্টে বাদ! কুলদীপকে নিয়ে তুলকালাম



মীরপুর: কার্যত বেনজির কাণ্ড ঘটিয়ে ফেলল ভারতীয় দল। চট্টগ্রামে টেস্ট ম্যাচ জয়ের নায়ককেই ছেঁটে ফেলল দ্বিতীয় টেস্ট থেকে।

প্রথম টেস্টে ম্যাচের সেরা হয়েছিলেন কুলদীপ যাদব (Kuldeep Yadav)। সেই চায়নাম্যান স্পিনারকে দ্বিতীয় টেস্টের দলেই রাখল না টিম ইন্ডিয়া। যে সিদ্ধান্ত নিয়ে ভারতীয় ক্রিকেট মহলে তোলপাড় পড়ে গিয়েছে। তবে এমন ছবি ভারতীয় ক্রিকেটে নতুন নয়। বরং বাংলাদেশ সফরেই এমনটা আগেও দেখা গিয়েছে।

কীরকম? ২০১০ সালের বাংলাদেশ সফরে ভারতীয় টিম ম্যানেজমেন্ট ঠিক একইরকম আচরণ করেছিল লেগস্পিনার অমিত মিশ্রর সঙ্গে। সেবারও চট্টগ্রাম টেস্টে দুর্দান্ত খেলার পরে মীরপুর টেস্টে বাদ পড়েছিলেন অমিত। তবে কুলদীপের মতো অমিত আগের ম্যাচের সেরার পুরস্কার পাননি। সেবার চট্টগ্রামে অমিত মিশ্রর ম্যাচ জেতানো পারফরম্যান্স সত্ত্বেও সেঞ্চুরি করে ম্যাচের সেরার পুরস্কার জেতেন সচিন তেন্ডুলকর।

কুলদীপ এবার চট্টগ্রাম টেস্টে ব্যাট হাতে ৪০ রানের কার্যকরী ইনিংস খেলার পাশাপাশি প্রথম ইনিংসে ৫টি ও দ্বিতীয় ইনিংসে ৩টি উইকেট নেন। অথচ মীরপুরের দ্বিতীয় টেস্টে কুলদীপকে বসিয়ে জয়দেব উনাদকটকে মাঠে নামায় ভারত।

চালকের আসনে ভারত

যশপ্রীত বুমরা, মহম্মদ শামিরা ফিট থাকলে একজনের হয়তো এই টেস্ট ম্যাচ খেলাই হতো না। অন্যজন আবার জাতীয় দলে এক সময় ব্রাত্য হয়ে পড়েছিলেন। মীরপুরে বাংলাদেশের বিরুদ্ধে টেস্টে বল হাতে জ্বলে উঠলেন সেই উমেশ যাদব (Umesh Yadav) ও আর অশ্বিন (R Ashwin)। দুজনই নিলেন চারটি করে উইকেট। দুই বোলারের দাপটে মাত্র ২২৭ রানে শেষ হয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। জবাবে ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে ভারতের স্কোর ১৯/০।

উমেশ যাদবের (Umesh Yadav) আগুনে পেস, সঙ্গে যোগ্য সঙ্গত জয়দেব উনাদকটের। সঙ্গী আর অশ্বিনের স্পিনের (Ravichandran Ashwin) ভেল্কি। নিটফল ? মাত্র ২২৭ রানেই গুটিয়ে গেল বাংলাদেশের প্রথম ইনিংস। মীরপুরের শের-ই-বাংলা স্টেডিয়ামে টসে জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়েছিল বাংলাদেশ (Bangladesh)। কিন্ত মোমিনুল হক (৮৪) ছাড়া বাংলাদেশের ব্যাটসম্যানদের বাকি কেউ সেভাবে প্রতিরোধই গড়তে পারেননি ভারতীয় আক্রমণের সামনে।

শেষমেশ দ্বিতীয় টেস্টের প্রথম দিনেই বাংলাদেশের প্রথম ইনিংস থামে ২২৭ রানে। ২ টেস্টের সিরিজের প্রথমটিতে জিতে এই ম্যাচে খেলতে নেমেছে ভারত। চোট-শঙ্কা থাকলেও অধিনায়ক কে এল রাহুল মাঠে নামেন। পাশাপাশি শুরু থেকে উমেশ-উনাদকটের সঙ্গে ঘুরিয়ে অশ্বিনকে ব্যবহার করে বাংলাদেশের ব্যাটিং লাইন-আপ ব্যতিব্যস্ত করে তোলেন। জাকির হাসানকে (১৫) ফিরিয়ে বাংলাদেশ শিবিরে প্রথম আঘাত হানেন উনাদকট (২/৫০)। মাঝে থিতু হওয়ার ইঙ্গিত দেওয়া মুশফিকুর রহিমও (২৬) তাঁর শিকার। বাংলাদেশের অপর ওপেনার নাজমুল হোসেন শান্ত (২৪), লিটন দাস, খালেল আমেদ ও বাংলাদেশের পক্ষে একমাত্র লড়াই করা মোমিনুল (৮৪) অশ্বিনের (৪/৭১) শিকার। ১৫৭ বলে ১২ টি চার ও ১ টি ছক্কার সাহায্যে মোমিনুলের লড়াকু অর্ধশতরান ছাড়া সেভাবে দাগ কাটতে পারেননি কেউই। 

আরও পড়ুন: আর্জেন্তিনার বিশ্বজয় স্মরণীয় করে রাখতে আগ্রহী ব্রাজিলও, চাওয়া হল মেসির পায়ের ছাপ



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: