অবসর নিয়েই ধোনিকে নিশানা, কী বললেন ঈশ্বর পাণ্ডে?


মুম্বই: ঘরোয়া ক্রিকেটকে বিদায় জানিয়েছেন ঈশ্বর পাণ্ডে (Ishwar Pandey)। আর অবসরের পরই এবার মহেন্দ্র সিংহ ধোনির (Mahendra Singh Dhoni) দিকে নিশানা করছেন ডানহাতি তারকা পেসার। মধ্যপ্রদেশের (Madhya pradesh) জার্সিতে ৭৫টি প্রথম শ্রেণির ম্যাচ খেলা ঈশ্বর পাণ্ডে আইপিএলে চেন্নাই সুপার কিংসের জার্সিতেও খেলেছেন। সেখানেই ধোনির নেতৃত্বে খেলেছেন তিনি। 

কী বলছেন ঈশ্বর পাণ্ডে?

এক সাক্ষাৎকারে এই পেসার বলেন, ”ধোনি যদি আমাকে সুযোগ দিতেন, তবে হয়ত আমার কেরিয়ার অন্যরকমও হতে পারত। সেই সময় আমার ২৩-২৪ বছর বয়স ছিল। আমার ফিটনেসও দুর্দান্ত ছিল। যদি সেই সময় ভারতের হয়ে খেলার সুযোগ পেতাম, তবে হয়ত আমার কেরিয়ার অন্যরকমও হতে পারত।”

ধারাবাহিক পারফরম্যান্সের সুবাদে ২০১৩/১৪-য় নিউজিল্যান্ডের বিরুদ্ধে টেস্ট এবং ওয়ানডে স্কোয়াডে সুযোগ পেয়েছিলেন। তারপরে এশিয়া কাপ স্কোয়াডেও রাখা হয়েছিল তারকাকে। কিন্তু শেষ পর্যন্ত জাতীয় দলে শিকে ছেড়েনি। 

 


নিজের ইনস্টাগ্রাম পোস্টে ঈশ্বর পাণ্ডে লিখেছেন, ”আধুনিক ক্রিকেটের গ্রেট বিরাট কোহলি, এমএস ধোনি, সুরেশ রায়না, যুবরাজ সিং, ঈশান্ত শর্মা, রবীন্দ্র জাডেজা, ভুবনেশ্বর কুমারদের সঙ্গে একই ড্রেসিংরুম শেয়ার করা দারুণ অভিজ্ঞতা হয়ে রইল। কিংবদন্তি সচিন স্যারের বিরুদ্ধে খেলাটাও অনেকটা স্বপ্ন সত্যি হওয়ার মত ঘটনা। শৈশব থেকে ওঁকে দেখে অনুপ্রাণিত হয়েছি। ক্রিকেট আমার কাছে সবকিছু। কোনওভাবে ক্রিকেটের সঙ্গে যুক্ত থাকতে পারলে ভাল লাগবে। আমার সমস্ত ফ্যান এবং শুভানুকাঙ্খীদের ধন্যবাদ জানাতে চাই। এভাবেই আমাকে ভালবেসে সমর্থন করে যান আপনারা। সবসময় আপনাদের কাছে কৃতজ্ঞ থাকব।”

আরও পড়ুন: নেতৃত্বে নবি, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আফগানিস্তান স্কোয়াড ঘোষণা





Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: