‘অবতার ২’ দেখতে গিয়ে মর্মান্তিক ঘটনা, মৃত ১ ব্যক্তি



নয়াদিল্লি: সদ্যই মুক্তি পেয়েছে বহু প্রতীক্ষিত হলিউড ছবি ‘অবতার ২’ (Avatar 2)। জেমস ক্যামেরনের (James Cameron) এই ছবিকে ঘিরে দর্শকদের উচ্ছ্বাসের শেষ নেই। প্রথম ছবির ব্যাপক সাফল্যের পর সিক্যুয়েলকে ঘিরেও উত্তেজনা তুঙ্গে। তাই ভারতেই এই ছবি প্রথমদিন ব্যবসা করে ফেলল ৪১ কোটি টাকার। তবে, এবার মর্মান্তিক ঘটনার খবর পাওয়া গেল। ‘অবতার ২’ দেখতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির। ঘটনাটি ঘটেছে অন্ধ্রপ্রদেশের কাকিনাড়া জেলায়।

‘অবতার ২’ দেখতে গিয়ে মৃত্যু হল এক ব্যক্তির-

বিভিন্ন সূত্রে জানা গিয়েছে, লক্ষ্মীরেড্ডি শ্রিনু নামে এক ব্যক্তি এদিন প্রেক্ষাগৃহে ‘অবতার ২’ দেখতে গিয়েছিলেন। ভাই রাজুর সঙ্গে ছবি দেখতে গিয়েছিলেন তিনি। আর প্রেক্ষাগৃহের মধ্যেই হৃদরোগে আক্রান্ত হন ওই ব্যক্তি। তাঁর ভাই তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যান। কিন্তু ততক্ষণে সব শেষ। চিকিৎসকেরা ওই ব্যক্তিকে মৃত বলে ঘোষণা করেন। মৃত ব্যক্তির এক পুত্র ও এক কন্যা সন্তান রয়েছে। চিকিৎসকেরা জানাচ্ছেন, অত্যধিক উত্তেজনার ফলে মৃত ব্যক্তির রক্তচাপ আচমকা অনেকটা বেড়ে গিয়েছিল। আর সেই কারণেই হৃদরোগে আক্রান্ত হন তিনি।

আরও পড়ুন : Bandhan: জিৎ-কোয়েলের ভালোবাসার ‘বন্ধন’ প্রাপ্তবয়স্ক হল

আশ্চর্যজনকভাবে ২০১০ সালে যখন ‘অবতার’ মুক্তি পায়, তখন তাইওয়ানে এক ব্যক্তিও হৃদরোগে আক্রান্ত হয়ে মারা গিয়েছিলেন।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: