অপরাজিতা আর কৌশিকের নির্বাক রসায়ন শোনাবে কোন ‘কথামৃত’?


কলকাতা: এই গল্প কথা না বলেও অনেক কিছু বলে যাওয়ার, অনুভূতির আর সম্পর্কের। যিনি কথাই বলতে পারেন না, তাঁর কথা কী করে অমৃত সমান হবে? মুক্তি পেল জিৎ চক্রবর্তী (Jiit Chakraborty) পরিচালিত দ্বিতীয় ছবি ‘কথামৃত’ (Kothamrito)-র অফিসিয়াল পোস্টার। এই ছবির হাত ধরেই প্রথমবার পর্দায় একসঙ্গে দেখা যাবে অপরাজিতা আঢ্য (Aparajita Auddy) ও কৌশিক গঙ্গোপাধ্যায় (Kaushik Ganguly)-কে।                                                                 

আজ প্রযোজনা সংস্থার তরফ থেকে শেয়ার করে নেওয়া হয়েছে এই ছবির অফিসিয়াল পোস্টার। ইতিমধ্যেই মুক্তি পেয়ে গিয়েছে ছবির ট্রেলার। ইতিমধ্যেই বহু মানুষ দেখে ফেলেছেন অপরাজিতা ও কৌশিকের রসায়নের ঝলক। নির্বাক এক দাম্পত্য কীভাবে বেঁধে বেঁধে থাকে, সেই গল্পই বলবে এই ছবি। 

                                                                 

পরিচালকের প্রথম ছবি ‘শেষের গল্প’-তেও ছিল অন্যরকম একটি সম্পর্কের স্বাদ। নতুন ছবি ‘কথামৃত’-তেও এক পরিণত সম্পর্কের গল্পই ফুটিয়ে তোলা হবে।                                                                                                                   

গল্পের প্রেক্ষাপট কিছুটা এমন, নিজেদের পাড়ার আদর্শ স্বামী-স্ত্রী সনাতন (কৌশিক গঙ্গোপাধ্যায়) ও সুলেখা (অপরাজিতা আঢ্য)। ছেলে ঋককে নিয়ে তাঁদের সুখের সংসার। তাঁদের এই ভালোবাসায় ভরা পরিবারকে পছন্দ করে এলাকার সমস্ত মানুষ। সনাতন কথা বলতে পারেন না। কিন্তু দীর্ঘদিন ধরে তাঁর পরিচিত ব্যক্তিরা তাঁর মনের বাব বুঝতে পারেন। তবে, মনের কথা বলার জন্য় তিনি একটি পকেট ডায়রি সবসময় সঙ্গে রাখেন। সেই ডায়রিটিকেই তিনি ‘কথামৃত’ নাম দিয়েছেন। তারপর? সেই গল্প দেখা যাবে ছবির পর্দায়।                                                                     

১৮ নভেম্বর মুক্তি পাবে এই ছবি।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: