মোদিতে মুগ্ধ বাইডেন, ‘আপনি তো খুব জনপ্রিয়, অটোগ্রাফ নেব’, নমোর কাছে আবদার মার্কিন প্রেসিডেন্টের

[ad_1]

<p><strong>নয়া দিল্লি:</strong> জি-৭ শীর্ষ সম্মেলন হোক কিংবা কোয়াডের মতো আন্তর্জাতিক ফোরাম, ‘নতুন ভারত – শক্তিশালী ভারত’- এর প্রশংসায় পঞ্চমুখ মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু ভারতকে নিয়েই নয় মোদিকে নিয়েও প্রশংসার সুর আমেরিকার প্রেসিডেন্টের গলায়। জাপান থেকে রাশিয়া এবং অস্ট্রেলিয়া থেকে আমেরিকা কোয়াডের বৈঠকে মোদির জনপ্রিয়তার বিষয়টিই বারবার উঠে এসেছে।&nbsp;</p>
<p><a title="করোনা" href="https://bengali.abplive.com/topic/COVID-19" data-type="interlinkingkeywords">করোনা</a> মহামারীতে দেশ পরিচালনায় বিশ্বকে সাহায্য করা বা রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝপথে আটকে পড়া মানুষদের ফিরিয়ে আনা, আফগানিস্তান থেকে সুদান পর্যন্ত, পিএম মোদি যেভাবে সবচেয়ে বড় সমস্যার সমাধান করেছেন তাতে বিশ্বে বেড়েছে তাঁর জনপ্রিয়তা। শনিবার মার্কিন প্রেসিডেন্ট জো বিডেন যখন কোয়াড মিটিং চলাকালীন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির কাছে গিয়েছিলেন সেই সময় মোদির অটোগ্রাফও চেয়েছেন, এমনটাই সূত্রের খবর। মার্কিন প্রেসিডেন্টে বলেন, &ldquo;আপনি তো খুব জনপ্রিয়। আমার তো আপনার অটোগ্রাফ নেওয়া উচিত।&rdquo;</p>
<p>জাপানের হিরোশিমায় কোয়াড মিটিং চলাকালীন, বিডেন প্রধানমন্ত্রী মোদির কাছে এসে অটোগ্রাফ চেয়েছেন। সূত্রের খবর, বিশাল জনসংখ্যার দেশকে নমো যেভাবে নেতৃত্ব দিচ্ছেন, তা নিয়েই প্রশংসা করেছেন তিনি। আগামী মাসে আমেরিকা সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ওয়াশিংটনে তাঁর নৈশভোজের অনুষ্ঠান রয়েছে। যেখানে প্রবাসী ভারতীয়রা অংশ নেবেন। হাজির থাকবেন মার্কিন যুক্তরাষ্ট্রের বিশিষ্ট ব্যক্তিরা। সেই অনুষ্ঠানের টিকিট দ্রুত ফুরিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন। বাইডেন বলেন, &ldquo;আপনি আমার জন্য় বড় সমস্যা তৈরি করছেন। আগামী মাসে ওয়াশিংটনে আমরা আপনাদের জন্য নৈশভোজের আয়োজন করেছি। গোটা দেশের মানুষ সেখানে আসতে চাইছেন। কিন্তু টিকিটই তো নেই। টিকিট সব শেষ হয়ে গিয়েছে।&rdquo;</p>
<p>অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি আলবানিজ তিনিও নরেন্দ্র মোদির প্রশংসা করেছেন। নরেন্দ্র মোদী স্টেডিয়ামে ৯০ হাজারের বেশি মানুষ কীভাবে মোদিকে স্বাগত জানিয়েছিলেন তা মনে রেখেছিলেন প্রধানমন্ত্রী আলবেনিজ।</p>
<p>২০২৩ সালে জি৭ শীর্ষ সম্মেলন আয়োজিত হয়েছে জাপানের হিরোসিমা শহরে। এবারের সম্মেলনে যোগ দিয়েছে সারা বিশ্বের মোট ২২টি দেশ। এই সমস্ত দেশের তরফে আলোচনায় বসেছেন সমস্ত প্রধান নেতারা। রয়েছেন ব্রিটেনের প্রধানমন্ত্রী ঋষি সুনক, আমেরিকার রাষ্ট্রপতি জো বাইডেন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, ইউক্রেনের রাষ্ট্রপতি ভলোদিমির জেলেনস্কি সহ আরও অনেকে।&nbsp; &nbsp; &nbsp; &nbsp; &nbsp;</p>
<p>&nbsp;</p>
<p><strong>আরও পড়ুন, <a title="সর্দি-কাশি থেকে ক্যান্সার! হাজার সমস্যার সমাধানে হেঁসেলের এই মশলা একাই একশো" href="https://bengali.abplive.com/photo-gallery/district/in-pics-know-the-benefits-of-black-pepper-978766" target="_blank" rel="noopener">সর্দি-কাশি থেকে ক্যান্সার! হাজার সমস্যার সমাধানে হেঁসেলের এই মশলা একাই একশো</a></strong></p>

[ad_2]

Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *