মিত্তল পরিবারে সমকামী যুগলের বিয়ে, বিদেশে জমকালো অনুষ্ঠান, হাজিরা দিলেন তাবড় শিল্পপতিগণ


নয়াদিল্লি: সমকামী বিয়ে আজও আইনি স্বীকৃতি পায়নি ভারতে। কিন্তু ভালবাসা বাধা-বিপত্তি কবেই বা মেনেছে! সেই বিপ্লবে এবার নাম লেখালেন প্রথম সারির শিল্পপতি পরিবারের ছেলে। শিল্পপতি লক্ষ্মী নিবাস মিত্তলের ভ্রাতুষ্পুত্র দিব্যেশ মিত্তল বিয়ে করলেন দীর্ঘদিনের সঙ্গী, জেককে। ভারতীয় রীতি মেনেই বিয়ে সারলেন তাঁরা। নাচে-গানে প্রবাসেই জমে উঠল ‘বিগ ফ্যাট ইন্ডিয়ান ওয়েডিং’। (Divyesh Mittal Wedding)

ব্রিটেনের কোওয়র্থ পার্কে  বিয়ের আসর, সাতপাকে বাঁধা পড়লেন দিব্যেশ মিত্তল

দিব্যেশ লক্ষ্মী মিত্তলের ভ্রাতুষ্পুত্র যেমন, তাঁর বাবা প্রমোদ মিত্তলও শিল্পপতি। দিব্যেশ সমকামী এবং সে নিয়ে কোনও রাখঢাকও নেই তাঁর। সঙ্গী জেকের সঙ্গে সম্পর্ককে পরিণয়সূত্রে বাঁধলেন এবার। ব্রিটেনের কোওয়র্থ পার্কে বসেছিল তাঁদের বিয়ের আসর। এমনিতে ভারতীয়দের বিয়ে হয় জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানে, দিব্যেশের ক্ষেত্রেও তার ব্যাতিক্রম হয়নি। (Big Fat Gay Wedding)

হিন্দু রীতিনীতি মেনেই সাতপাকে বাঁধা পড়েছেন দিব্যেশ এবং জেক। তাঁদের গোটা পরিবার উপস্থিত ছিলেন বিয়েতে। গায়ে হলুদ, মেহেন্দি, সঙ্গীত, অবশেষে বিয়ে, পর পর বেশ কয়েক দিন ধরে চলে অনুষ্ঠান। দুই পরিবারের সদস্যরাই নাচে-গানে মেতে ওঠেন। তার পর পেল্লাই আকারের কেক কেটে নতুন জীবনের সূচনা করেন দিব্যেশ এবং জেক।

আরও পড়ুন: SC on Media Trials: অভিযোগ মানেই অপরাধ প্রমাণিত নয়, ‘মিডিয়া ট্রায়ালে’ অসন্তুষ্ট আদালত, নির্দেশিকার জন্য ৩ মাস সময় কেন্দ্রকে

দিব্যেশ এবং জেকের বিয়েতে আক্ষরিক অর্থেই চাঁদের হাট বসেছিল। ভারতীয় শিল্পপতি জিপি হিন্দুজা, রাজন মিত্তল, লক্ষ্মী মিত্তল, এসপি লোহিয়া, ভারতের প্রাক্তন সলিসিটর জেনারেল হরিশ সালভে উপস্থিত ছিলেন। বিয়ের পর জমকালো পার্টির আয়োজনও হয়েছিল। পরিবার, পরিজন, আত্মীয় সকলে হাজির হয়েছিলেন সেখানে। পার্টিতে হিন্দি ছবির গানই জায়গা পায়। ভারতীয় খানাপিনার আয়োজনও ছিল অতিথিদের জন্য। ‘তেরে বিনা’, ‘জলেবি বেবি’,  ‘তুম মিলে’ গানে পারফর্ম করেন পরিবারের সদস্যরা। আতসবাজির রোশনাইয়ে ঢেকে যায় আকাশ।

মিত্তল পরিবারের ছেলে, বিয়ে করলেন দীর্ঘদিনের সঙ্গীকে, হিন্দু রীতি মেনে হল বিয়ে

প্রমোদ এবং সঙ্গীতা মিত্তলের ছেলে দিব্যেশ। তাঁর দুই বোনও রয়েছে, বর্তিকা এবং সৃষ্টি। ২০১৩ সালে নেদারল্যান্ডের ব্যাঙ্কার গুলরাজ বহেলের সঙ্গে জমকালো অনুষ্ঠানে বিয়ে সারেন সৃষ্টি। মেয়ের বিয়েতে সেবার ৫৫০ কোটি টাকা খরচ করেছিলেন প্রমোদ। তার আগে, ২০১১ সালে বর্তিকার বিয়েতেও ২৪০ কোটি টাকা খরচ করেন তিনি।



Source link

https://sluicebigheartedpeevish.com/u4j5ka2p?key=f9b1fb0aab078545b23fc443bdb5baad

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

%d bloggers like this: